বেকারদের জন্য বিশাল সুখবর! গোটা ভারতে প্রচুর নিয়োগ করতে চলেছে India Post, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে চাকরিপ্রার্থীদের জন্য রইলো একটি সুখবর। বিশেষত যারা ডাক বিভাগে কাজ করার সুযোগ খুঁজছেন, আজ তাদের জন্য আমাদের এই পোস্ট। সম্প্রতি গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর নিয়োগ করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। আগামী 5 ই জুনের মধ্যে যোগ্যতা অনুযায়ী সকলেই indiapostgdsonline.gov.in নামক ওয়েবসাইটে এপ্লাই করতে পারবেন।

জানা গিয়েছে সারা দেশে সকল রাজ্য মিলিয়ে মোট 38926 টি পদে নিয়োগ হতে চলেছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ও ডাক সেবক পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। এ ক্ষেত্রে যোগ্যতা, বেতন সহ একাধিক বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে প্রধানত প্রত্যেকটি পদের জন্য সাইকেল কিংবা স্কুটার বা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বলে জানা গিয়েছে। এছাড়াও আবেদন সম্পর্কে যাবতীয় তথ্য দেখে নিন।

আবেদনের তারিখ
আপনারা যদি ডাক বিভাগে চাকরির জন্য আবেদন করতে চান, তবে আপনাদেরকে জানিয়ে দিই যে, গত 2 রা মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা চলবে আগামী জুন মাসের 5 তারিখ পর্যন্ত।

শূন্য পদের সংখ্যা
ডাক বিভাগে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, এক্ষেত্রে মোট 38926 টি শূন্য পদে নিয়োগ করা হতে চলেছে।

বেতনের পরিমাণ
এক্ষেত্রে বিভিন্ন পদ পিছু বেতনের পরিমাণ আলাদা রাখা হয়েছে। যেমন একজন ব্রাঞ্চ পোস্টমাস্টার প্রতিমাসে 12000 টাকা করে পাবেন, ঠিক তেমনি একজন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের সেলারি হবে মাসে 10000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি উক্ত পদে আবেদন করতে চান, তবে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় ভাষা সম্বন্ধে জ্ঞান এবং বোর্ড পরীক্ষায় অংক ও ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক।

আবেদনের বয়স
ন্যূনতম 18 বছর এবং উর্ধ্বতম 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

আবেদন ফি
এক্ষেত্রে জেনারেল ও ওবিসিদের জন্য 100 টাকা এবং SC/ST কাস্টের জন্য কোন রকম ফি নেওয়া হবে না।

আবেদন প্রক্রিয়া
প্রথমে আপনারা indiapostgdsonline.gov.in নামক ওয়েবসাইট ভিজিট করবেন।
এরপর আপনাদের সামনে গ্রাম ডাক সেবা recruitment-2022 (apply online) বলে একটি অপশন দেখাবে। সেখানে ক্লিক করা মাত্রই আপনারা অন্য একটি পেজে চলে যাবেন।
সেখানে প্রয়োজনীয় সকল তথ্য এবং ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফি জমা দিলেই পদ্ধতি সম্পন্ন হবে।

কোন রাজ্যে কত পদ
ভারতবর্ষের কোন রাজ্যে কতগুলি শূন্য পদে রয়েছে? সে সম্পর্কেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শূন্যপদ রয়েছে মধ্যপ্রদেশে(4074), এছাড়াও অন্ধ্রপ্রদেশ(1716), আসাম (1143), কর্ণাটক (2410), মহারাষ্ট্র (3026) এবং পশ্চিমবঙ্গে (1963) টি পদ রাখা হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর