সোনায় সোহাগা মহিলাদের! অবিশ্বাস্য স্কিম আনল পোস্ট অফিস, ২ বছরে যা পাবেন…গুণে শেষ হবে না

বাংলাহান্ট ডেস্ক : সরকারি যোজনায় বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে চান বিনিয়োগকারীরা। কেননা সব সময়েই সুরক্ষিত থাকে এই টাকা। সরকারি প্রকল্পে বিনিয়োগ হলো মধ্যবিত্ত, নিম্নবিত্তের কাছে আশা ও ভরসার একমাত্র জায়গা। তার মধ্যে অন্যতম পোস্ট অফিসের (India Post) স্মল সেভিংস যোজনা। এবার ২ বছরেই লক্ষ টাকা জমান। এই প্রকল্পে বিনিয়োগ (Investment) করে মালামাল হয়ে যান আপনিও।

পোস্ট অফিসে (India Post) মহিলাদের স্কিম

পোস্ট অফিসে (India Post) কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। তার মধ্যে মহিলাদের জন্য রয়েছে দুটি সঞ্চয় স্কিম। একটি সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) এবং অন্যটি MSSC বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Savings Certificate)। এই স্কিমে দুই বছরে দুই লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দুই বছরের মাথায় ম্যাচিওর হয় এই স্কিমের টাকা।

   

আরোও পড়ুন : বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ! মিলবে ৩০০ টাকা অবধি ছাড়! দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের

সবচেয়ে বড় বিষয় হলো, এই স্কিমের আওতায় একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন মহিলারা। ২০২৩ সালে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামক এই প্রকল্প চালু করেন কেন্দ্রীয় সরকার। ভালো রিটার্ন পাওয়ার জন্য দুর্দান্ত এই যোজনা। এই স্কিমে দু বছরে দু লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন মহিলারা। এমনকি বার্ষিক ৭.৫০ হারে সুদ পাওয়া যায়। এছাড়াও টিডিএসেও ছাড় পাওয়া যায়। 

Post office scheme

এই স্কিমে ২ লাখ থেকেই ৩২ হাজার ৪৪ টাকার সুদ পাবেন মহিলারা। এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে দশ বছরের বেশি বয়স হতে হবে। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনার পাশাপাশি পোস্ট অফিসের (India Post) সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও সুদের হার অনেকটাই বেশি পাওয়া যায়। মনে রাখবেন, কোনো যোজনার আওতায় অর্থ বিনিয়োগ করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর