বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের তরফে ডাক বিভাগকে (Post Office) লাভের মুখ দেখানোর জন্য জোর দেওয়া হচ্ছে পণ্য পরিবহণে। সেই লক্ষ্যে এবার ইন্ডিয়া পোস্ট শুরু করেছে ‘লজিস্টিক পোস্ট’ এবং ‘মোবাইল পার্সল ভ্যান’ নামক দুটি পরিষেবা। ডাক বিভাগের দাবি, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা দেশ তো বটেই, পণ্য পাঠাতে পারবেন বিদেশেও।
পোস্ট অফিসের (India Post) দুর্দান্ত উদ্যোগ
‘লজিস্টিক পোস্ট’ এবং ‘মোবাইল পার্সল ভ্যান’ দুটি পরিষেবার মাধ্যমেই ডাক কর্মীরা গ্রাহকের বাড়ি থেকে পণ্য তুলে পৌঁছে দেবেন নির্দিষ্ট ঠিকানায়। সূত্রের খবর, ‘মোবাইল পার্সল ভ্যান’ পরিষেবার মাধ্যমে ৩৫ কেজি পর্যন্ত পণ্য পৌঁছানো যাবে ডাক বিভাগের (Post Office) মাধ্যমে। ৩ টন পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য সাহায্য নিতে হবে লজিস্টিক সার্ভিসের।
চলতি মাসেই লজিস্টিক পোস্ট (Logistic Post) পরিষেবা শুরু করা হয়েছে বীরভূমের সিউড়ি থেকে দিঘা গ্রাম পর্যন্ত। মূলত ব্যবসায়িক কারণেই এই পরিষেবা ব্যবহার করা হচ্ছে। মোবাইল পার্সল ভ্যানের মাধ্যমে প্রেরণ করা যাবে ব্যক্তিগত পণ্য। পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমারের কথায়, এই সার্কেলের ৩২ টি প্রধান ডাকঘরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে মোবাইল পার্সল ভ্যান (Mobile Percel Van)।
আরোও পড়ুন : ‘১২ সপ্তাহের মধ্যে..,’ বড় নির্দেশ বিচারপতি সিনহার
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংস্থাও এই পরিষেবার সুবিধা উপভোগ করছেন। বেসরকারি কুরিয়ার সংস্থার মতোই ইন্ডিয়া পোস্ট (India Post) পণ্য পৌঁছে দিচ্ছে গ্রাহকদের বাড়ির দোরগোড়ায়। তবে বেসরকারি কুরিয়ারের থেকে সরকারি পোস্ট অফিসে পণ্য পরিবহণের খরচ প্রায় অর্ধেক। নীরজ কুমার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানান, ‘‘একটি গাড়িতে যায় এক জনের পণ্য। এক বারে ওজন তিন টনের বেশি হওয়া যাবে না। এই পরিষেবায় পণ্য পাঠাতে কিলোমিটারে খরচ ২ টাকা থেকে শুরু। সর্বাধিক ২৯.৩৬ টাকা। এই খরচে আর কেউ পণ্য বয়ে দেয় না। লজিস্টিক পোস্টে পণ্যের বিমাও করাব। ফলে কোনও ক্ষতি হল মিলবে ক্ষতিপূরণ। এই পরিষেবা পাওয়ার জন্য অনলাইনে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে।’’