কাশ্মীর নিয়ে জাতিসংঘে নাক গলাচ্ছিল চীন! ভারতের পাশে এসে দাঁড়াল সব দেশ গুলো

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) সাথে হাত মিলিয়ে চীন (China) সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে (UNSC) কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে আরও একবার ব্যর্থ হল। যদিও, চীনের এই পদক্ষেপ নিয়ে ভারত (India) কড়া জবাব দিয়েছে। ভারত অভ্যন্তরীণ মামলা চীনের হস্তক্ষেপকে খারিজ করে বলেছে, চীনকে এ জাতীয় ব্যর্থ প্রচেষ্টা থেকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ তকমা শেষ করার প্রথম বর্ষপূর্তি ছিল। পাকিস্তানের তরফ থেকে চীন বুধবার সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে কাশ্মীর নিয়ে বন্ধ কামরায় চর্চা করে আর এই ইস্যুকে আন্তর্জাতিক করার চেষ্টা করে। যদিও তাঁরা এই প্রচেষ্টায় সফল হয় নি।

সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমুর্তি ট্যুইট করে জানান, পাকিস্তান চীনের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। তিরুমুর্তি জানান, সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে আজ প্রায় সমস্ত দেশই বলেছে যে, জম্মু কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু আর এটাকে ভারত আর পাকিস্তানের মিলেই সমাধান করতে হবে।

ভারতের বিদেশ মন্ত্রালয় চীনের কাশ্মীর ইস্যুতে দখলদারি সরাসরি খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রালয় বয়ান জারি করে বলেছে, আমরা চীনের জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ইস্যুতে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে চর্চা করার প্রচেষ্টাকে প্রতিহত করেছি। বিদেশ মন্ত্রালয় বয়ানে বলেছে, ‘ এটাই প্রথম না যে চীন এরকম ইস্যু তুলল যেটা সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ মামলা। এর আগেও চীন এরকম প্রচেষ্টা করেছিল, কিন্তু তখন তাঁরা ব্যর্থ হয়েছিল। আমরা আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে চীনের নাক গলানো পছন্দ করিনা। বেজিংকে পরামর্শ দিচ্ছি যে, তাঁরা যেন এরকম অপ্রয়োজনীয় ইস্যু থেকে নিজেদের বিরত রাখে।

লাদাখে ভারতের সাথে চলা সীমান্ত নিয়ে বিবাদের কারণেই চীন আবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সমর্থন করে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছিল। কিন্তু চীনের দুর্ভাগ্য যে, গত বারের মতো এবারেও অন্যান্য দেশ গুলো ভারতকে সমর্থন করে চীনের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর