গ্লোবাল রিয়েলটি ট্রান্সপারেন্সি ইনডেক্সের তালিকায় ৩৪ তম স্থানে উঠে এল ভারত, জেনে নিন আমেরিকা, চীনের অবস্থান

বাংলাহান্ট ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের সংকটের মধ্যেও ভারতের (India) জন্য এক সুখবর নিয়ে এসেছে গ্লোবাল রিয়েলটি ট্রান্সপারেন্সি ইনডেক্স (Global Realty Transparency Index)। বিশ্বের মোট ৯৯ টি দেশের র‍্যাঙ্কিং-এর মধ্যে ভারতের স্থান নিয়ে হইচই পড়ে গেছে সর্বত্রই। এই তালিকায় শীর্ষে ব্রিটেন থাকলেও, ভারত কিন্তু বেশ উন্নতি করেছে।

   

কত তম স্থানে রয়েছে ভারত?
গ্লোবাল সম্পত্তি উপদেষ্টা সংস্থা জেএলএল এই দ্বি-বার্ষিক জরিপ সম্বন্ধীয় তথ্য পরিচালনার দায়িত্বে রয়েছে। তাঁদের তথ্য অনুযায়ী ২০১৪ সালে ভারতের স্থান ছিল ৩৯ তম স্থানে। তারপর ধীরে ধীরে ২০১৬ সালে এগিয়ে আসে ৩৬ তম স্থানে। এর ২ বছর পর ২০১৮ সালে ভারতের স্থান হয় ৩৫ তম স্থানে। তবে এবার ২০২০ সালে সেই হিসাবের নিরিখে ভারতের স্থান দাঁড়িয়েছে ৩৪ তম স্থানে।

জানুন অন্যান্য দেশের অবস্থান
নির্বাচিত এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রিটেন। পাশাপাশি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে সুপার পাওয়ার আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং কানাডা। এই তালিকায় চীন অর্থাৎ ভারতের এক প্রতিবেশি দেশ, সম্প্রতিকালে ভারতের সাথে যার সম্পর্কে কিছুটা বিরোধ সৃষ্টি হয়েছে, তারা রয়েছে ৩২ তম স্থানে। অপরদিকে ভারতের উপর সর্বদা হামলার জন্য প্রস্তুত থাকা পাকিস্তান রয়েছে ৭৩ স্থানে। এই তালিকায় শ্রীলঙ্কা রয়েছে ৬৫ তম স্থানে।

বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে পড়ে বিভিন্ন রিয়েল এস্টেট থেকে কর্মী ছাটাই হওয়ার ফলে, ভারতে প্রায় প্রচুর পরিমাণে শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এই তালিকায় ভারতের অবস্থান কিছুটা হলেও বৃদ্ধি পেলেও পেতে পারত, কিন্তু করোনার জেরে প্রভূত ক্ষতির মুখোমুখি হওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর