ভারতে তৈরি প্রথম কোভিড ভ্যাকসিনের ব্যাপক সফলতা, হিউম্যান ট্রায়ালের জন্য মিলল অনুমোদন

বাংলা হান্ট ডেস্কঃ ভারত বায়োটেক (Bharat Biotech International) দ্বারা প্রস্তুত করা ভারতের প্রথম COVID-19 ভ্যাকসিন COVAXIN ™ এর প্রথম এবং দ্বিতীয় মানব ক্লিনিক্যাল পরীক্ষা জন্য ডিজিসিআই (DGCI) অনুমতি দিয়ে দিলো। ভারতে তৈরি করা এটাই প্রথম ভ্যাকসিন, যেটিকে মানব দেহে পরীক্ষার জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পরীক্ষণ ২০২০ এর জুলাই মাসে শুরু হবে।

covaxin 2

ভারতে COVID-19 এর ভ্যাকসিন নির্মাণ করা এই কোম্পানি ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদ (ICMR) আর ন্যশানাল ইনস্টিটিউট অফ বায়োলজি (NIV) এর সহযোগিতায় করোনার টিকা আবিস্কার করার চেষ্টায় লেগে আছে। ভারত বায়োটেক দ্বারা এই টিকা বিকশিত আর নির্মাণ করা হচ্ছে।

ভারত সমেত গোটা বিশ্বে করোনার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। আর এই মারক ভাইরাসকে রোখার জন্য সব দেশেই ভ্যাকসিনের ট্রায়াল করছে। ভারতে ভারত বায়োটেক ছাড়াও অনেক কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরি করার কাজ করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর