আগামী আগস্ট মাসে হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ?

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে আইসিসি। আর তারপরেই আইপিএল আয়োজন নিয়ে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত চলতে পারে এবারের আইপিএল। তবে তার আগেই আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ভারতীয় ক্রিকেট দল।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ এর আগে মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। সেইমতো দক্ষিণ আফ্রিকা দল ভারতে একদিনের সিরিজ খেলতে চলে এসেছিল। কিন্তু তারপরেই হঠাৎ করে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করায় মাঝপথেই সিরিজ বাতিল করতে বাধ্য হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতের জিম্বাবুয়ে সফর এবং শ্রীলঙ্কার সফরও বাতিল হয়ে গিয়েছে করোনার কারনে।

26404058473e9e7fde2248d8b5188baa8666c927e9a011ad8b1ea8e088d7c1eae3efaf3d3

বোর্ডের একাংশ মনে করছেন করোনা ভাইরাসের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই সিরিজ বাতিল হয়ে যাওয়ার জন্যই আগস্টে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিটোয়েন্টি সিরিজ হতে চলেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর