বড় খবরঃ পাকিস্তানের একটি জাহাজ বাজেয়াপ্ত করল ভারত, ছিল মিসাইল বানানোর সামগ্রী!

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (INDIA) গুজরাটের কান্দলা বন্দরে চীন (china) থেকে পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) যাওয়ার একটি জাহাজকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে, ওই জাহাজে মিসাইল বানানোর সামগ্রী আছে। ওই সামগ্রী গুলো ব্যালেস্টিক মিসাইল লঞ্চের জন্য ব্যবহার করা হয় বলে বলা হচ্ছে।

জাহাজে ২২ জন ক্রু মেম্বার আছে। বন্দরের জেটি সংখ্যা ১৫ তে ওই জাহাজ দাঁড়িয়ে আছে। বিভিন্ন টিম জাহাজের তদন্তে লেগে পড়েছে। মিডিয়ার খবর অনুযায়ী, ওই জাহাজকে ৩রা ফেব্রুয়ারি আটক করা হয়েছিল। ওই জাহাজে হংকং এর ঝাণ্ডা লাগানো ছিল।

ভারতীয় প্রতিরক্ষা বিভাগ এবং অনুসন্ধান কেন্দ্র (DRDO) ওই জাহাজের তদন্ত করেছে। DRDO এর মিসাইল পরীক্ষণ টিম  আজ জাহাজের তদন্ত করবে। ওই জাহাজকে আটক করার সূচনা রাষ্ট্রীয় সুরক্ষা এজেন্সি গুলোকে দেওয়া হয়েছে।

কাস্টম বিভাগের আধিকারিকরা জানান, তাঁরা খবর পেয়েছিল যে চীন থেকে একটি জাহাজ গুজরাট হয়ে পাকিস্তানের করাচি যাচ্ছে। আর সেই জাহাজে সন্দেহজনক সামগ্রী আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর