একদিনে দুটি দেশকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ করোনা প্রভাবি দেশ হয়ে উঠল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মামলায় ভারত (India) বৃহস্পতিবার ব্রিটেনকে পিছনে ফেলে দিয়েছে। এবার ভারত বিশ্বের চতুর্থ সবথেকে প্রভাবিত দেশ হয়ে উঠল। একদিনেই ভারত স্পেন আর ব্রিটেনকে পিছনে ফেলে দিয়েছে। ভারতে করোনায় আক্রান্তদের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ২০৫ পার করেছে।

   

ভারতে লাগাতার সাতদিন ৯ হাজার ৫০০ এর বেশি নতুন মামলা সামনে এসেছে। একদিনে মৃতের সংখ্যা ৩০০ পার করেছে। ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান অনুযায়ী, ভারত করোনা প্রভাবিতদের মধ্যে বিশ্বে চার নম্বরে উঠে এসেছে। এখন ভারতের থেকে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকার প্রায় ২১ লক্ষ, ব্রাজিলে প্রায় আট লক্ষ আর রাশিয়ায় ৫ লক্ষের একটু বেশি আছে। স্বস্তির খবর এখনো এখনো পর্যন্ত দেশে ১ লক্ষ ৪১ হাজার করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

পাকিস্তানের GDP-এর থেকে আমাদের আর্থিক প্যাকেজ বড়! ইমরান খানকে মোক্ষম জবাব ভারতের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত একদিনে সবথেকে বেশি ৯ হাজার ৯৯৬ টি মামলা সামনে এসেছে। এছাড়াও একদিনে সর্বাধিক ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯ হয়েছে। এদের মধ্যে ৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। এর সাথে সাথে লাগাতার দ্বিতীয় দিন সুস্থ হওয়া রোগীর সংখ্যা আক্রান্তদের সংখ্যার থেকে বেশি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৮ জনের চিকিৎসা চলছে। আর ১ লক্ষ ৪১ হাজার ২৮ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

দেশে মোট ৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। গোটা মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ৩৪৭ জনের মৃত্যু গুজরাটে, ৯৮৪ জন দিল্লীতে, ৪২৭ জন মধ্য প্রদেশে, ৪৩২ জন পশ্চিমবঙ্গে, ৩২৬ জন তামিলনাড়ু, ৩২১ উত্তর প্রদেশে, ২৫৯ রাজস্থানে আর ১৫৬ জনের মৃত্যু তেলেঙ্গানাতে হয়েছে।

মন্ত্রালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে যে, সংক্রমণের কারণে মৃত্যুর ৭০ শতাংশের থেকেও বেশি মামলায় রোগী অন্যান্য রোগে আক্রান্ত ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর