ইন্ডিয়া টিমের এই ক্রিকেটাররা ” পাবজি “সবচেয়ে ভালো খেলে, জানালেন কুলদীপ যাদব !

 

বাংলা hunt ডেস্ক : মাঝের আর কয়েকদিন, আর তার পরই শুরু হতে চলেছে ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপ।ইতিমধ্যে বিরাটদের জয়ের স্বপ্নে বিভোর আপামর দেশের মানুষ, আর এই বিশ্বকাপেই দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব।এবছর আইপিএল একেবারে চেনা ছন্দে দেখা যায়নি কুলদীপ কে।এমনকি প‍রের দিকে নাইটদের প্রথম এগারো থেকে বাদ পড়েন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় দলের সতীর্থদের বিষয়ে সম্পূর্ণ অন্য এক কথা শোনালেন তিনি।

   

ভারতীয় ক্রিকেটারদের ” পাবজি ” খেলার প্রতি আগ্রহের কথা আমাদের কারোর অজানা নয়।এর আগেও বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি এই গেম নিয়ে তাদের আগ্রহের।এইবার দলের সেরা চার ” পাবজি ” খেলোয়াড়ের নাম জানিয়ে দিলেন তিনি।

2c0bf img 20190510 wa0017

ধোনি, চাহাল, মনিশ পান্ডে, কেদার যাদব রা অন‍্যদের তুলনায় অনেকটা এগিয়ে এই গেম খেলার ক্ষেত্রে।আগামী ৩০ শে মে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ, ভারতের অভিযান শুরু ৫ ই জুন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ।

সম্পর্কিত খবর