ভয় শুরু পাকিস্তানের! শব্দের থেকে তিনগুন গতিতে চলা মারক সুপারসনিক ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষণ করল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিরক্ষা বিকাস এবং অনুসন্ধান কেন্দ্র (DRDO) উড়িষ্যার চাঁদিপুর রেঞ্জে আজ ব্রহ্মস (BrahMos) সুপারসনিক ক্রুজ মিসাইলের গ্রাউন্ড ভার্সনের সফল পরীক্ষণ করল। এটা এমনই এক ক্রুজ মিসাইল যেটা জল আর স্থল আর বায়ু এই তিন যায়গা থেকেই নিশানা সাধতে পারে। এই মিসাইলের মারক ক্ষমতা অভেদ্য। বর্তমানে চীন আর পাকিস্তানের কাছে এখনো পর্যন্ত এমন মিসাইল নেই যেটা জল, স্থল আর বায়ু এই তিন যায়গা থেকে নিশানা সাধতে পারে। বর্তমানে ভারত আর রাশিয়া মিলে এই মারক মিসাইলের মারক ক্ষমতা আর রেঞ্জ আরও বাড়াতে হাইপারসনিক সিস্টেমে কাজ করছে।

আগামী দিনে ভারত আর রাশিয়া সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস এর রেঞ্জ ২৯০ কিমি থেকে বাড়িয়ে ৬০০ কিমি করবে। এর ফলে শুধু গোটা পাকিস্তানই এই মিসাইলের রেঞ্জে থাকবে না। অন্যান্য অনেক লক্ষ্য গুলোকে নিমিষেই ধ্বংস করে দেবে এই সুপারসনিক মিসাইল। ব্রহ্মস কম দূরত্বের রেমজেট ইঞ্জিন যুক্ত সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলকে সাবমেরিন, জাহাজ, যুদ্ধ বিমান অথবা মাটি থেকেও সহজেই ফায়ার করা যায়। ব্রহ্মস মিসাইলকে দিন হোক আর রাত, আর যেকোন আবহাওয়াতেই ফায়ার করা যেতে পারে। আর কোন পরিস্থিতিতেই এই মিসাইলের মারক ক্ষমতা কমে না।

   

রেমজেট ইঞ্জিনের কারণে এই মিসাইলের ক্ষমতা তিন গুণ বেড়ে যায়। যদি কোন মিসাইলের ক্ষমতা ১০০ কিমি দূর পর্যন্ত থাকে, তাহলে এই রেমজেট ইঞ্জিনের সাহায্যে সেটিকে ৩০০ কিমি দূর পর্যন্ত করা যায়। রাশিয়ার সংস্থা আর ভারতের ডিআরডিও মিলে এই সুপারসনিক ক্রুজ মিসাইলকে উন্নত করার কাজ করেছে। এই মিসাইল রাশিয়ার পি-৮০০ ক্রুজ মিসাইলের টেকনোলোজির উপর আধারিত। ব্রহ্মস মিসাইলের নাম ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কবা নদীর নামে রাখা হয়েছে। এই সুপারসনিক মিসাইলের গতি শব্দের গতির থেকে তিন গুণ বেশি। এই মিসাইল ফায়ার হলে, শত্রুরা বাঁচার জন্য সময় পাবেনা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর