১৯৪৭ সালে ভারত থেকে পাকিস্তান যাত্রা ছিল এত সস্তা, দেখুন ভারতীয় রেলের এই পুরনো টিকিট

বাংলাহান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিদেশ ভ্রমণে যেতে হলে বেশ অনেক টাকাই খরচ হবে। এমনকী, প্রতিবেশী দেশ পাকিস্তানে ঘুরতে যেতেও লাগবে অনেক টাকাই। কারণ এখান থেকে পাকিস্তানের বিমান বা ট্রেনের ভাড়া অনেকটাই। কিন্তু আগেকার দিনে এমনটা ছিল না। সে সময় পাকিস্তান অবধি ট্রেনের ভাড়া শুনলে চমকে যাবেন। 

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পুরোনো জিনিসের ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোনো বিয়ের কার্ড থেকে গাড়ি। এমনকী একটি ৩৭ বছর পুরোনো রেস্তরাঁর বিলও ভাইরাল হয়েছিল। তার মাধ্যমে মানুষ জানতে পেরেছিল, সেই সময়ে এক প্লেট শাহি পনিরের দাম হিল ৮ টাকা। ডাল মাখনি পাওয়া যেত ৫ টাকায়। যা দেখে অবাক হয়েছিলেন মানুষ। এ বার ১৯৪৭ সালের একটি ট্রেনের টিকিটের ছবি ভাইরাল হয়েছে।

তখন সবে দেশ স্বাধীন হয়েছে। সৃষ্টি হয়েছে নতুন দেশ পাকিস্তানের। সেই সময়কার একটি ট্রেনের টিকিটের ছবি ভাইরাল হয়েছে। ট্রেনের টিকিটটি পাঞ্জাবের অমৃতসর থেকে পাকিস্তানের রওয়ালপিন্ডি অবধি। ওই টিকিটে সফর করেছিলেন ৯ জন। টিকিট অনুযায়ী, রওয়ালপিন্ডি থেকে অমৃতসর অবধি ভাড়া ছিল মাত্র ৩৬ টাকা ৯ আনা। অর্থাৎ ভারত থেকে পাকিস্তানের ট্রেনের মাথাপিছু ভাড়া ছিল মাত্র ৪ টাকা! যা আজকের দিনে অবিশ্বাস্য একটি ব্যাপার।

pakistan train ticket

আরও মজার বিষয় হল, এই টিকিটটি স্লিপার শ্রেণির নয়। এটি একটি বাতানুকূল ৩ টিয়ার কামরার টিকিট। অর্থাৎ স্লিপার শ্রেণির ভাড়া আরও কম ছিল সেই সময়ে। তবে এই টিকিটটির কোনও রিটার্ন নেই। অর্থাৎ এটি এক পীঠের টিকিট। স্বাধীনতার পরবর্তী সময় থেকে অনেক কিছুই বদলেছে দু’দেশের মধ্যে। প্রযুক্তি থেকে শুরু করে সমাজ ব্যবস্থাতেও অঢেল পরিবর্তন হয়েছে। তাই সেই দিনও আর নেই, সেই ভাড়াও আর নেই।

ট্রেনের ওই টিকিটটি ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বরের। এখনো অবধি ১৫ হাজারেরও বেশি মানুষ ছবিটি পছন্দ করেছেন। এছাড়াও শতাধিক মানুষ কমেন্টে নিজেদের মতামত জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এটি কেবল একটি কাগজের টুকরো নয়, এটি ইতিহাস।’ অন্য আর এক জন লিখেছেন, ‘এটি সোনা পাওয়ার মতো ব্যাপার।’ একজন নেটিজেন আবার টিকিটের কার্বন কপির প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘এটি এতটাই শক্তিশালী কার্বন কপি যে ৭৫ বছর পরেও মুছে যায়নি।’

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর