জয় দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করলো ভারত, দুর্দান্ত ব্যাটিং অধিনায়ক যশ ধুলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যশ ধুলের নেতৃত্বাধীন ভারত চলমান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ অভিযান জয় দিয়ে সূচনা করেছে। তরুণ তারকারা গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তাদের গ্রুপ বি-এর খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে পরাজিত করেছে। ভারত পরবর্তী ১৯শে জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। তার আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে।

ভারতের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা অত্যন্ত খারাপ করেছিল। ওপেনার ইথান জন কানিংহাম (0) ভারতীয় পেসার রাজ‍্যবর্ধন হ্যাঙ্গারেকারের প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। ভ্যালিনটাইন কিটাইম এবং ডিওয়াল্ড ব্রেভিস দ্বিতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু ভিকি ওসওয়াল কিটাইমকে ব্যক্তিগত ২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরত পাঠালে দক্ষিণ আফ্রিকার অবস্থা সঙ্গীন হয়ে পড়ে।

এরপর প্রোটিয়া তরুণরা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ব্রেভিস ব্যক্তিগত ৬৫ রানে আউট হওয়ার পরই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। প্রোটিয়ারা এরপর ইনিংসের গতি বজায় রাখতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত, দলটি ৪৫ রানের ব্যবধানে হার মানতে বাধ্য হয়।

Vicky Ostwal

ভারতের হয়ে বাঁ-হাতি স্পিনার ভিকি ওসওয়াল ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। এছাড়া রাজ বাওয়া চার উইকেট নেন। এর আগে, অধিনায়ক যশ ধুল ১০০ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের স্কোরবোর্ডে ২৩২ রান তুলতে সাহায্য করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়ে ফেরেন ম্যাথিউ বোস্ট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর