বাংলাহান্ট ডেস্ক : দিনকয়েক আগেই হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান। আর ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর থেকেই রীতিমত খুশি হয়েছে ভারত (India)। শুধু তাই নয়, হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখতেই কূটনৈতিক জয় পেয়েছে ভারত। এবার প্রকাশ্যে এল এক বড় খবর। আর সেই খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২৬/১১ মুম্বই হামলার ইতিহাস।
অভাবনীয় সাফল্য ভারতের (India)
জানা গিয়েছে, ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের (India) হাতে প্রত্যর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সেই সিদ্ধান্তে ইতিমধ্যেই সিলমোহর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিক তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত একধাপ এগিয়ে গেল। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই করে যাচ্ছিলেন তাহাউর রানা। তবে, শেষ রক্ষা হল না।রানার রিভিউ পিটিশন মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করে দিতেই রীতিমতো শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার নেপথ্যে ছিলেন রানা।
আরোও পড়ুন : রাজ্য সরকারের আপত্তি বলেই এই সিদ্ধান্ত? স্পষ্ট ‘সবটা’ বুঝিয়ে দিলেন জাস্টিস সিনহা
সূত্রের খবর, অতীতে রানা বহু ফেডারেল কোর্টেই আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে রানা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। তবে এবার, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকার (United States of America) প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়।
বর্তমানে রানার বয়স ৬৪ বছর। তিনি এখন থাকছেন লস অ্যাঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। জানা গিয়েছে, মার্কিন সরকারও সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল রানার আবেদন খারিজ করে দেওয়ার জন্য। মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার আগেই জানিয়েছিলেন যে এই মামলায় প্রত্যর্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা।