রানের পাহাড় খাড়া করল ভারত, ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খেল নিউজিল্যান্ড

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চলছে। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। আর দ্বিতীয় দিন থেকেই চালকের আসনে রয়েছে বিরাট বাহিনী। তৃতীয় দিনের খেলায় টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফমেন্স করে নিউজিল্যান্ডের সামনে পাহাড় প্রমাণ স্কোর খাড়া করেছে।

ভারত তাঁদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে। টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সামনে ৫৪০ রানের লক্ষ্য রেখেছে, যা বর্তমান পরিস্থিতিতে নিউজিল্যান্ডের পক্ষে করা অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা শুরুটা বেশ ভালোই করেন।

ওপেনে নেমে ময়ঙ্ক ৬২ আর পূজারা ৪৭ রানে আউট হন। এরপর শুভমন গিল ৪৭ রান, শ্রেয়স আইয়ার ১৪ আর বিরাট কোহলি ৩৬ রানের ইনিংস খেলেন। এক সময় টিম ইন্ডিয়া বিশাল স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আজাজ প্যাটেল ৪ উইকেট নিয়ে ভারতকে বিশাল স্কোর খাড়া করার থেকে রুখে দেন। রচিত রবীন্দ্র ৩ উইকেট নেন। অন্যদিকে অক্ষর প্যাটেল ৪১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে দলকে আরও এগিয়ে নিয়ে যান।

২৭৬ রানে ৭ উইকেট পড়ার পর ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ততক্ষণে নিউজিল্যান্ডের সামনে দাঁড়িয়ে পড়ে রানের পাহাড়। ৫৪০ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের প্রথমেই ঝটকা খায়। কিউয়িদের ওপেনিং ব্যাটসম্যান টম লাথাম অশ্বিনে বলে মাত্র ৬ রান করেই LBW হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। বর্তমানে নিউজিল্যান্ড ১১ ওভারে ৩৩ রান করেছে এবং ১ উইকেটও খুইয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর