সুযোগ দেননি রোহিত, আসন্ন সিরিজে এই পেসারই হবেন রাহুলের তুরুপের তাস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিরাট বা রোহিত কেউই নিজেদের সেরা ছন্দে নেই। তাই মনে করা হচ্ছিল রোহিত শর্মার অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হতে পারে। পান্ডিয়া আইপিএল ২০২২-এ নিজের অধিনায়কত্ব গুণে সবাইকে মুগ্ধ করেছেন। তার নেতৃত্বে, গুজরাট টাইটান্স প্লে অফে জায়গা করে নেওয়া প্রথম দল হয়ে ওঠে। তিনি নিজেও ভালো ফর্মে আছেন। যদিও শেষপর্যন্ত তা হয়নি। এই সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে।

সম্প্রতি, দক্ষিণ আফ্রিকায় গিয়ে বেশ কয়েকটি ম্যাচ হেরে ফেরে ভারত। সেই হার ভুলিয়ে এই সিরিজটিকে বদলার মঞ্চ হিসেবেই দেখছে তারা। তবে যেহেতু এই মুহূর্তে আইপিএল চলছে এবং সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ একাধিক সিরিজ, সেই কারণেই এক্ষেত্রে সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে কোহলি এবং রোহিত শর্মা সহ একাধিক তারকাকে। সেই জায়গায় ভারতীয় দলে যেমন অনেক নতুন মুখ সুযোগ পেয়েছে। তার মধ্যে অন্যতম একজন হলেন পাঞ্জাবের প্রতিভাবান পেসার অর্শদীপ সিং।

images 2021 11 03T192754.442

তরুণ এই পেসার গত কয়েকটি আইপিএলেও দুর্দান্ত খেলেছিলেন। বল হাতে বড় বড় আন্তর্জাতিক তারকা ব্যাটারদের সামনেও নিজের স্বাভাবিক বোলিং করতে ঘাবড়ে যান না তিনি। সদ্যসমাপ্ত আইপিএলে তিনি ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো ডেথ ওভারে বোলিং করতে ঘাবড়ান না এই পেসার। ঠিকঠাক ব্যবহার করতে পারলে এই পেসার ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন।

লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল , রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর