fbpx
খেলাটাইমলাইন

প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইণ্ডিজ ৯ উইকেটে ৯৫ রান তুলল

গৌরনাথ চক্রবর্ত্তী, ৩ আগষ্ট ঃশনিবার ফ্লোরিডায় ভারত ও ওয়েষ্ট ইণ্ডিজের মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরু হয়েছে।এই টি-২০ সিরিজ দিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দীর্ঘ সফর শুরু করল বিরাট বাহিনীর ভারত।

এদিন টসে জিতে ভারত অধিনায়ক ফিল্ডং করার সিদ্ধান্ত নেন।শুরু থেকেই ভারতীয় বোলাররা দাপট দেখাতে শুরু করে।ভারতীয় বোলারদের দাপটে ক্যারিবিয়ানরা ব্যাকফুটে।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে ওয়েষ্ট ইণ্ডিজ।
ক্যাম্পবেল ০ রানে আউট হন।লুইস ০ রানে আউট হন।পুরণ ২০ রান করেন।হেটমার ০ রানে আউট হন।নারিন ২ রান করেন।ব্রাথওয়েট ৯ রান করেন।একমাত্র লড়াই করেন কিরণ পোলার্ড। তিনি ৪৯ বলে ৪৯ রান করেন।

ভারতের পক্ষে নবদীপ সাইনি ৩ টি উইকেট নেন।ভুবনেশ্বর ২ টি উইকেট পান।রবীন্দ্র জাগেজা,ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও খালিল আহমেদ প্রত্যেকেই ১ টি করে উইকেট নেন।জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামবে ভারত।ভারত কেমন ব্যাটিং করে সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Back to top button
Close
Close