‘ভারত একদিন ইসালামিক রাষ্ট্র হবে, প্রধানমন্ত্রী হবেন মুসলিম!’ দাবি জামিয়ার অধ্যাপকের

বাংলা হান্ট ডেস্ক : দিল্লিতে (Delhi) নতুন সংসদ ভবনের উদ্বোধনের (Inauguration of New Parliament House) পর থেকেই একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। পার্লামেন্টে চিত্রিত অখণ্ড ভারতের মানচিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan) সহ একাধিক মুসলিম রাষ্ট্র। তেমনই কেন্দ্র সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট নয় ভারতীয় মুসলমান সমাজও। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে অখণ্ড ভারতের পরিকল্পনা নিয়ে।

কার ভিডিও এটি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি ভারতীয় মুসলিম ফাউন্ডেশনের সভাপতি তথা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.শোয়েব জামাই-এর। এই ভিডিতে তিনি হুমকি দিচ্ছেন কোনও এক ‘বাবা’কে। টানা ১ মিমিট ধরে ক্রমাগত শাঁসিয়ে যান তিনি।

কী বলেছেন তিনি? ভিডিওতে দেখা যাচ্ছে শোয়েব জামাই বলছেন, ‘বাবা, শুনে রাখ বাবা, আল্লাহ করুক ভারত একদিন অখণ্ড হয়ে যাক। আর তার পরই বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিমরা এক হয়ে যাবে। দেশের আইন সভায় ১৫০ জনেরও বেশি মুসলিম সাংসদ নির্বাচিত। এবং তারপরই একদিন ভারতের সিংহাসনে বসবেন কোনও মুসলাম প্রধানমন্ত্রী।

এখানেই শেষ নয়। ওই ‘বাবা’কে হুমকি দিয়ে শোয়েব আরও বলেন, ‘শোন বাবা, এই দেশ তোর বাবার নয়। এ দেশ আমাদের। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে আমরাই অংশ নিয়েছিলাম। ২০২৪-এর নির্বাচনের পর এই সমস্ত বাবাদের পালিয়ে যেতে হবে দেশ থেকে।’

প্রসঙ্গত, দিল্লির নতুন সংসদ ভবনে স্থাপিত ‘অখণ্ড ভারত’ মানচিত্রের ম্যুরাল বিষয়ে ভারতের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশ। এর উত্তরে ভারত জানিয়েছে, ওই ম্যুরালটিতে সম্রাট অশোকের রাজত্বকালকে দেখানো হয়েছে।

দিল্লির কাছে এই মানচিত্র নিয়ে জবাবদিহি চাইলেও নিজের দেশে এই বিষয়টিকে বড় করে দেখছেন না বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি দাবি করেন, এই মানচিত্রের রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। তবে ভারতের বিদেশ মন্ত্রকের থেকে এই বিষয়ে সরকারি প্রতিক্রিয়া চাওয়ার কথা জানান তিনি। এর আগে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের ভারত সফরের আগে সেদেশের রাজনীতিবিদরাও এই মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছিলেন। পরে ভারতের বিদেশ মন্ত্রকে মুখপাত্রঅরিন্দম বাগচি সাপ্তাহিক সামবাদিক সম্মেলনে বলেন, ‘দেওয়ালে খচিত এই মানচিত্রটি অশোক সাম্রাজ্যের বিস্তারকে তুলে ধরেছে। সেই সময়কার জনমুখী শাসনের ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে এতে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর