সংকটের সময়ে আরও একবার বিভিন্ন দেশের পাশে দাঁড়াল ভারত, রপ্তানি করবে খাদ্যশস্য

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান ছাড়িয়ে করোনা ভাইরাস এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এখন একত্রিত হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। এই অসম যুদ্ধে ভারত (India) বর্তমানে প্রতিনিধিত্ব করছে। এই সংকটের সময়ও ভারত বিভিন্ন দেশকে বিভিন্নভাবে সাহায্য করেই চলেছে। ওষুধের রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, বিভিন্ন দেশে প্রয়োজনীয় ওষুধ রপ্তানি করেছে। এই ওষুধ রপ্তানির পর এখন বিভিন্ন দেশকে তাঁদের প্রয়োজন অনুযায়ী খাদ্যশস্য রপ্তানির জন্য প্রস্তুত হচ্ছে।

   

বিভিন্ন দেশকে খাদ্যশস্য রপ্তানির জন্য কাজ করবে সরকারী এজেন্সি NAFED। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, ‘এই বছর ভারতে প্রয়োজনের থেকেও বেশি খাদ্যশস্য উৎপন্ন হয়েছে। সেই কারণে বিভিন্ন দেশের চাহিদা মতো ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য আফগানিস্তানকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছ সরকারী এজেন্সি NAFED কে। এছাড়াও ৪০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারের মাধ্যমে লেবেনানকে দেওয়া হবে।

এটাই প্রথমবার নয়, ভারত এর আগেও বহু দেশকে খাদ্যশস্য দানও করেছে। ২০১১-২০১২, ২০১৩-২০১৪, ২০১৭-২০১৮ সালে ভারত ৩.৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আফগানিস্তানকে দান করেছিল। এছাড়াও ২০১২-২০১৩ সালে মানবিকতার ক্ষেত্রে ভারত সরকার ২৪৪৭ মেট্রিক টন খাদ্যশস্য ইয়ামনকে দিয়েছে। তাছাড়াও শ্রীলঙ্কা, নিমেবিয়া, লেসোথো, মায়নমারকে অল্প অল্প করে চাল পাঠিয়েও সাহায্য করেছিল। তবে এইবার করোনা সংকটের কারণে খাদ্যশস্য রপ্তানির দায়িত্ব ভারত সরকার NAFED কে দিয়েছে।

কৃষি মন্ত্রালয়ের তরফ থেকে জানা যায়, ২০২০ সালে NAFED ১ লক্ষ ৭৮১৪ মেট্রিক টন চানা, ১ লক্ষ ৬১৭০ মেট্রিক টন সর্ষে MSP মূল্যে কিনেছে। যার ফলে প্রায় ৭৫৯৮৪ জন কৃষকের উপকার হয়েছে। নিজেকে সুপার পাওয়ার মনে করা আমেরিকা, কথায় কথায় বিশ্বকে হুমকি দেওয়া চীন এবং সবথেকে ধন সম্পদশালী দেশ রাশিয়া কে নিজেদের ক্ষমতা দেখিয়ে দিল ভারত। কিভাবে বিপদের সময় অন্যান্য দেশের পাশে দাঁড়াতে হয় তাও আরও একবার প্রমাণ করে দিল ভারত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর