ভারতে তৈরি হবে ChatGPT-র দেশীয় সংস্করণ! যুগান্তকারী ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : চ্যাটজিপিটি (ChatGPT) নিয়ে ইদানিংকালে প্রচুর আলোচনা চলছে। এই মুহুর্তে টেক দুনিয়ায় রীতিমতো বিপ্লব নিয়ে এসেছে এই প্রযুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হচ্ছে এই প্রযুক্তি। অগাধ জ্ঞান তার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু সম্পর্কেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট হল এই চ্যাট জিপিটি। এবার এই চ্যাটবটের নিজস্ব ভার্সন আনতে চলেছে ভারত। জানা যাচ্ছে একদম চ্যাটজিপিটি-র মতোই হবে এই সংস্করণ। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw)।

ইন্ডিয়া গ্লোবাল ফোরাম বার্ষিক সামিট বক্তৃতায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘আর কিছু সপ্তাহ অপেক্ষা করুন, একটা বড় ঘোষণা আসতে চলেছে।’ প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে বিশ্ব চ্যাটবটের মার্কেট ভ্যালু হতে চলেছে ৩.৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

এরইমধ্যে এই চ্যাটবটের দুনিয়ায় পা রেখেছে ওপেনএআই, গুগল এবং স্ন্যাপচ্যাট। অন্যান্য একাধিক কোম্পানিও বাজার ধরতে ধীরে ধীরে এই জগতে আসতে চলেছে। নিজেদের চ্যাটবট ভার্সন বানাচ্ছে তারা। পিছিয়ে নেই ভারতও। এবার নিজেদের এআই চ্যাটবট বানাতে উদ্যোগী আমাদের দেশ।

chatgpt 2

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ‘সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ভরাডুবির পর ভারতীয় স্টার্টআপ কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সিলিকন ভ্যালি ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার কারণে ভারতের একটাও স্টার্টআপ কোম্পানিও ক্ষতির মুখে পড়েনি। কেন্দ্র সরকার এই ব্যাপারে তাদের আশ্বস্ত করেছে। বিশ্বব্যাপী টেক দুনিয়ায় ভারতীয়দের দাপট নিয়েও এদিন কথা বলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

2022 সালের নভেম্বরে প্রকাশ্যে আসে এই চ্যাট জিপিটি। তারপর থেকেই ফি দিনই বেড়ে চলেছে এর ব্যবহারকারীর সংখ্যা। দশ দিনের মধ্যেই 10 লাখের বেশি ইউজার পেয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এর ব্যবহার যত বেড়েছে, ততই বেড়েছে চাকরির বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আতঙ্ক। AI প্রযুক্তির বাড়বাড়ন্তে স্বাভাবিক চাকরির বাজারের ক্ষতি হবে বলেই মনে করছেন অনেকেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর