এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন বানাবে ভারত, ঘোষণা ইসরো প্রধান কে সিবান এর

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO – Indian Space Research Organisation) এই সময় একসাথে অনেকগুলো বড় প্রজেক্টে কাজ করছে। একদিকে ইসরোর বিজ্ঞানীরা যেমন চন্দ্রযান-২ (Chandrayaan 2) এর ল্যান্ডার বিক্রমের (Vikram Lander) সাথে যোগাযোগ করার সবরকম চেষ্টা করে চলেছে। তখন আরেকদিকে ইসরো ভারতের প্রথম মানব মিশন গগনযান (Gaganyaan) এর প্রস্তুতি সারছে। আর এরই মধ্যে এবার ইসরো প্রধান ডঃ কে সিবান (ISRO Chief K Sivan) আরও একটি বড় প্রজেক্টের ব্যাপারে তথ্য দেন। এবার ইসরো যেটা করতে চলেছে, সেটা এর আগে কখনো হয়নি।

h 12

ডঃ কে সিবান মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশনের (space station) ব্যাপারে কথা বলেন। কয়েকমাস আগে কে সিবান বলেছিলেন, ভারত নিজের স্পেস স্টেশন বানাবে। এবার সেই স্পেস স্টেশনের জন্য ইসরো আগামী বছরে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট করতে চলেছে। এই প্রয়োগের জন্য ইসরো দুটি স্যাটেলাইলটকে একটি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠাবে। ওই স্যাটেলাইটের মডিয়ুল এমন ভাবে তৈরি করা হবে, যাতে মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তাঁরা একে অপরের সাথে জুড়ে যেতে পারে। আর এটাই সবথেকে জটিল প্রক্রিয়া।

ইসরো প্রধান কে সিবান এর অনুযায়ী, এই প্রক্রিয়া ঠিক তেমনই হবে, যেমন ভাবে বাড়ি বানাতে গেলে একটার উপর একটা ইট বসানো হয়। ছোট ছোট জিনিষ যুক্ত করে বড় আকার হবে। স্পেস স্টেশন বানানোর এই প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ। এই স্পেস স্টেশনের সফলতার পরেই বোঝা যাবে যে, আমরা স্পেস স্টেশনে প্রয়োজনীয় বস্তু গুলো আর মহাকাশ যাত্রীদের সুরক্ষিত ভাবে মহাকাশে পাঠাতে পারব কি না। আপনাদের জানিয়ে রাখি, এর আগে ২০২৫ সালে এই রকেট মহাকাশে ছাড়ার পরিকল্পনা ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর