কাশ্মীর ও CAA ইস্যুতে ভারতের বিরোধিতা করেছিল মালয়েশিয়া, এবার বড় ঝটকা দিল ভারত!

বাংলা হান্ট ডেস্কঃ মালয়েশিয়ার থেকে পরিশোধিত পাম তেলের আমদানি আর নয়, এমনটাই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আসলে ঠান্ডা মস্তিষ্কে মালয়েশিয়াকে কিছুটা শিক্ষা দিতেই এমন পরিকল্পনা নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ এবং নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল মালয়েশিয়া। সেই সময় তার পাল্টা জবাব না দিলেও এবার তারই প্রতিক্রিয়া নজরে এল মোদির তরফে।

   

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উপর কিছুটা চোটে গিয়ে এ কাজ করলেন নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এতদিন মালয়েশিয়া থেকে পাম তেল কেনার জন্য কোনও বিধি নিষেধ রাখা ছিল না ভারতের তরফে। কিন্তু এবার থেকে, শুধুমাত্র অশোধিত পাম তেল কেনা হবে মালয়েশিয়া থেকেয তাও তাতে নিয়ন্ত্রণ রাখা হবে বলে জানিয়েছে ভারত সরকার। পরিশোধিত আমদানি আর কেনা হবে না সেখান থেকে।

এতে কারও সর্বনাশ তো, কারও পৌষ মাস বটে। কারণ মালয়েশিয়ার থেকে পরিশোধিত পাম তেল না কিনলে তা ইন্দোনেশিয়া থেকে কিনবে ভারত। অর্থাৎ আখেড়ে লাভ হবে ইন্দোনেশিয়ারই।

এতদিন ভারত ইন্দোনেশিয়ার কাছ থেকে অপরিশোধিত পাম তেল এবং পামলিন আমদানি করত। এবার থেকে পরিশোধিত পাম তেলও আমদানি করবে এখান থেকে।গত বছরের শেষের দিক থেকেই মালয়েশিয়ার কোম্পানিগুলির সঙ্গে চুক্তিগুলির পুনরাবৃত্তি করা হচ্ছিল না। ভারতের এই সিদ্ধান্তে একদিকে ইন্দোনেশিয়া যেমন লাভবান হবে, তেমনি ভালোই প্রভাব পড়বে মালয়েশিয়ার।

সম্পর্কিত খবর