বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে দিনরাত্রি টেস্ট খেলবে ভারত।

কয়েক মাস আগে ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ হয়। কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে সেই টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই টেস্টে বাংলাদেশ কে পরাজিত করেছিল ভারত। প্রথম ভারতীয় হিসাবে পিঙ্ক বল টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তারপর থেকেই বিদেশে গিয়ে ভারতের পিঙ্ক বল টেস্ট খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট হওয়ার পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিপ এক্সিকিউটিভ অফিসার কেভিন রবার্টস ভারতকে তাদের মাটিতে পিঙ্ক বল টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়ে দিয়েছিলেন আমাদের দল সব কিছুর জন্য প্রস্তুত।

আর এবার বিসিসিআই এর তরফে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে দিনরাত্রি টেস্ট ম্যাচ খেলবে। এবছরের শেষের দিকে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে তখনই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলবে। এছাড়াও পরের বছর যখন ইংল্যান্ড ভারত সফরে আসবে তখন ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে একটি পিঙ্ক বল টেস্ট হতে পারে।

Kohli team 759

বিবিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলি বসার পর তার হাত ধরেই ভারত প্রথম বার পিঙ্ক বল টেস্ট খেলেছিল আর এবার সেই সৌরভ গাঙ্গুলির হাত ধরেই ভারত বিদেশে গিয়ে পিঙ্ক বল টেস্ট খেলতে চলেছে। এছাড়াও সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এবার থেকে প্রত্যেক সিরিজেই একটা করে দিনরাত্রি টেস্ট করার পরিকল্পনা চলছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর