মুখ পুড়ল চীনের, শীঘ্রই তাইওয়ানের সাথে ট্রেড বার্তা শুরু করবে ভারত

Bangla Hunt Desk: চালবাজ চীনের (China) দিন শেষ করতে একজোট হচ্ছে ভারত (india), তাইওয়ান (Taiwan)। চীনের সমস্ত অত্যাচারের বদলার জবাব দিতে তাইওয়ান এবার ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে নিচ্ছে। দুই দেশ এবার মিলিতভাবে চীনের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই ঘটনায় বেশ কিছুটা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে চীন সরকার।

চীনের বিরুদ্ধে জোর আঘাত হানতে ভারত এবং তাইওয়ানের মধ্যে ব্যাবসায়িক চুক্তি সম্পর্কিত বৈঠক হতে চলেছে। তাইওয়ান বিগত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করতে চাইলেও, ভারত সরকার রাজী হচ্ছিল না। কারণ, পূর্বে ভারত সরকার চীনের একনায়কতন্ত্রকে সম্মান করত। কিন্তু বিগত বেশ কিছু দিন ধরে ভারত সরকার তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়েছে।

modi taioyan

সূত্রের খবর, ভারতের সঙ্গে তাইওয়ানের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর হলে, ভারত টেকনোলজি এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে বেশি লাভবান হবে। তবে এক আধিকারিক জানিয়েছেন, দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কবে আলোচনা করা হবে, তা এখনও ঠিক করা হয়নি। তবে এই বিষয়ে আলোচনা চলছে।

সম্প্রতি দিনে ভারতে স্মার্ট ফোন নির্মানের জন্য বেশ কয়েকটি কোম্পানিকে সম্মতি দিয়েছে। এই সকল কোম্পানির মধ্যে তাইওয়ানের Foxconn Technology Group, Wistron gropu এবং Pegatron crop যুক্ত হয়েছে। তবে এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে তাইওয়ানের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হলে, তাইওয়ানের জন্য এটি বড় সাফল্য নিয়ে আসবে।

চীনের লোলুপ দৃষ্টি এড়িয়ে যেকোন দেশের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে ভালো মতন ঝোক্কি পোয়াতে হয় তাইওয়ানকে। ভারত এবং তাইওয়ানের মধ্যে রিপ্রেজেন্টেটিভ অফিসারের মাধ্যমে এটি একটি আনফিশিয়াল ডিপ্লোম্যাটিক মিশন। দুই দেশ নিজেদের অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করে তুলতে ২০১৮ সালে একটি আপডেটেড দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। ২০১৯ সালে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর