ভারতের স্নেহ রানার উইকেট তুলে আকর্ষণীয় সেলিব্রেশন বাংলাদেশের বোলারের, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইসিসি মহিলা বিশ্বকাপে আজ ভারত-বাংলাদেশের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। কিন্তু মাঝের ওভারগুলিতে আচমকাই ঘটে ছন্দপতন। শেষপর্যন্ত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৯ রান তুলতে পারে ভারত। বাংলাদেশের তারকা ফাস্ট বোলার জাহানারা আলমের জন্য এই ম্যাচটি বিশেষ বলার মতো ছিল না। বরং বল হাতে একেবারেই ভুলে যাওয়ার মতো একটি দিন কাটিয়েছেন তিনি। তার আট ওভারের কোটায় ৫২ রান খরচ করে তিনি মাত্র একটি উইকেট নেন। এই উইকেটটিও এসেছে ভারতের ইনিংসের শেষ ওভারে।

ভারতীয় ইনিংসের অন্তিম ওভারের তৃতীয় বলে ভারতীয় ব্যাটার স্নেহ রানা ফাইন লেগে স্কুপ শট খেলে রান করতে চেষ্টা করেন। বাংলাদেশের ফিল্ডার রিতু মনি চমৎকার ক্যাচ নেন এবং এভাবে রানা ২৩ বলে ২৭ রান করে আউট হন। তখনই একটি ব্যাপার ঘটে।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে জাহানারা রানার উদ্দেশ্যে প্রথমে ফ্লাইং কিস দেন এবং তারপর মুখে আঙুল রেখে উদযাপন করেন। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল পেজ থেকে। ভারতীয় ইনিংসের কথা বলতে গেলে, ইয়াস্তিকা ভাটিয়া ৫০ রানের অবদান রাখেন। শেফালি ভার্মা ৪২ এবং পূজা ভাস্ত্রকার অপরাজিত ৩০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ১০০ রান। ১৫ ওভারে আরও ১৩০ রান করতে হবে তাদের যা একপ্রকার অসম্ভব। ভারতের সকল বোলারই উইকেট পেয়েছেন। ম্যাচ আপডেট আসছে শীঘ্রই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর