বিরাট কোহলির নেতৃত্বে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেষ্ট ইনিংস এবং ৪৬ রানে জিতে নিল ভারত।

ভারতের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট। মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ। কিন্তু এই টেস্ট তিন দিনও চলল না তার আগেই শেষ হয়ে গেল। রবিবার দুপুরেই শেষ হয়ে গেল ভারতের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ। রবিবারের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশকে অলআউট করে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ জিতে নিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।

শনিবার শেষ সেসনেই কার্যত ফলাফল সকলের সামনে চলে এসেছিল। ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত মাথা নত করল বাংলাদেশ। তারপরেও ইনিংস বাঁচানোর জন্য বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তার কঠিন লড়াই কাজে লাগল না, ভারতীয় বোলারদের সামনে মাথা নত করল মমিনুল ইসলামরা। এর ফলে দেশের মাটিতে প্রথম পিঙ্ক বলের টেস্টে বাংলাদেশকে ইনিংস এবং 46 রানে পরাজিত করলো বিরাট বাহিনী।

শনিবারেই ছয় উইকেট হারিয়ে কার্যত বাংলাদেশের ব্যাটিং শেষ হয়ে গিয়েছিল। রবিবার বাকি তিনটে উইকেট তুলে নিয়ে ভারত কে জয় এনে দিলেন উমেশ যাদবরা। দেশের মাটিতে প্রথম পিঙ্ক বলের ঐতিহাসিক টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা, সেই সাথে তিনি ম্যান অব দ্যা সিরিজও হয়েছেন। এই ঐতিহাসিক টেস্টে দুই ইনিংস মিলিয়ে 9 উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।

ঐতিহাসিক টেষ্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মমিনুল ইসলাম। কিন্তু মাত্র 106 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 347 রান করে ডিক্লেয়ার করে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র 195 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর ফলে এই ম্যাচে ইনিংস এবং 46 রানে জয় পায় ভারতীয় দল। সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ 2-0 তে জিতে নিল ভারত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর