নেতিবাচক দৃষ্টিভঙ্গি, করনের ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ এর বিরুদ্ধে সেন্সর বোর্ডে অভিযোগ ভারতীয় বায়ুসেনার

বাংলাহান্ট ডেস্ক: ফের বিপাকে করন জোহরের (karan johar) ধর্মা প্রোডাকশন (dharma production)। ‘অযৌক্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি’তে দেখানো হয়েছে ভারতীয় বায়ুসেনাকে (Indian air force), ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ (gunjan saxena: the kargil girl) এর বিরুদ্ধে এমনই অভিযোগ এনে সেন্সর বোর্ডে (censor board) চিঠি দেওয়া হল IAF এর তরফে। জানা গিয়েছে সেন্সর বোর্ড, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনের কাছে গিয়েছে ভারতীয় বায়ুসেনার চিঠি।
চিঠির বক্তব‍্য, করন জোহর প্রযোজিত গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল ছবিতে ভারতীয় বায়ুসেনাকে অযৌক্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি’তে দেখানো হয়েছে। ছবি তৈরির আগে করনের ধর্মা প্রোডাকশন সম্মত হয়েছিল ছবিতে ভারতীয় বায়ুসেনার সত‍্যতা রক্ষা করবে এবং আগামী প্রজন্ম যাতে অনুপ্রেরণা পায় তা নিশ্চিত করবে।

1596264157 gunjan
কিন্তু ছবি মুক্তির পর ভারতীয় বায়ুসেনার অভিযোগ ট্রেলারের কয়েকটি দৃশ‍্য ও সংলাপ নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। চিঠিতে আরও বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনা লিঙ্গবৈষম‍্যের বিরুদ্ধে এবং এখানে পুরুষ ও মহিলা উভয় কর্মীদেরই সমান মর্যাদা ও সুযোগ দেওয়া হয়। আপত্তিজনক দৃশ‍্য ও সংলাপগুলির একটি সারসংক্ষেপও চিঠিতে উল্লেখ করা হয়েছে IAF এর তরফে।
ভারতীয় বায়ুসেনার অভিযোগ, আগেই ছবির আপত্তিজনক দৃশ‍্য ও সংলাপগুলি পরিবর্তন বা বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছিল ধর্মা প্রোডাকশনকে। কিন্তু কার্যক্ষেত্রে তারা তা করেনি।

karanjohar 1592488891
প্রসঙ্গত, ফ্লাইট লেফটেন‍্যান্ট গুঞ্জন সাক্সেনার কাহিনি নিয়েই তৈরি এই ছবি। তিনি ‘কার্গিল গার্ল’ নামেও পরিচিত ছিলেন। বীরত্ব ও সাহসিকতার জন‍্য শৌর্য চক্র পেয়েছিলেন তিনি। গুঞ্জন সাক্সেনাই প্রথম ভারতীয় মহিলা যিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। এর আগে কোনও ভারতীয় মহিলার যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি ছিল না। ১২ অগাস্ট ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর