প্রধানমন্ত্রীকে নিয়ে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ল্যান্ড হল ভারতীয় বায়ুসেনার সুপার হারকিউলিস বিমান

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ভারতীয় বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস বিমান উত্তর প্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অবতরণ করে। সুলতানপুর থেকেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৪১ কিমি দীর্ঘ এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন।

পূর্বাঞ্চল এক্সপ্রেস এখন সম্পূর্ণ ভাবে প্রস্তুত। আজ থেকেই এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হবে। তবে এখনই সম্পূর্ণ সুবিধা চালু হয়ে যাচ্ছে না, এরজন্য হয়ত আর কিছুদিনের অপেক্ষা করতে হতে পারে। এই ৩৪১ কিমি রাস্তায় না কোনও পেট্রোল পাম্প রয়েছে, আর না কোনও শৌলাচায়। যদি গাড়ি খারাপ হয়ে যায়, তবে গ্যারেজও মিলবে না।

এমনকি খাবারের জন্য কোনও রেস্তরাঁ বা হোটেল পর্যন্ত শুরু হয়নি। যদিও, সরকার জানিয়েছে যে খুব শীঘ্রই এই এক্সপ্রেসওয়ের ধারে সমস্ত সুবিধা উপলব্ধ করা হবে। বরিষ্ঠ আধিকারিকরা জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়ের মধ্যে আট জায়গায় পেট্রোল পাম্প আর ৪ জায়গায় CNG স্টেশন তৈরি হবে। পাশাপাশি হোটেল এবং রেস্তরাঁও থাকবে।

এই এক্সপ্রেসওয়েতে ১৮টি ফ্লাইওভার, ৭টি রেল ওভারব্রিজ, ৭টি বড় সেতু, ১০৪টি ছোট সেতু, ২৭১টি আন্ডারপাস রয়েছে। অযোধ্যা থেকে শুরু হওয়া নির্বাচনের রঙ এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছে গিয়েছে। আর এই কারণেই এখন আজই উদ্বোধন হওয়া এই এক্সপ্রেসওয়ে নিয়ে রাজনৈতিক বাদুনাবাদও বেড়েছে।

২০ অক্টোবর পপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কুশিনগর ইন্টারন্যাশানাল বিমানবন্দরের উদ্বোধন করে রাজ্যবাসীকে ভোটের আগে বড়সড় উপহার দিয়েছিলেন। আর এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে আরও একটি বড় চাল দিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর