বালাকোট এয়ার স্ট্রাইকে নিজেদের মিসাইলে ধ্বংস হয়েছিল কপ্টার, স্বীকারোক্তি বায়ুসেনা প্রধানের

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে 27 ফেব্রুয়ারি তারিখে বালাকোট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মোস্ট ওয়ানটেড জঙ্গি গোষ্ঠী জইশ ই মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ু সেনার দল৷ ঠিক তার আগের দিন জম্মু কাশ্মীরের বায়ুসেনার মিগ 17 হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গিয়েছিল একই সঙ্গে ছয় জন বায়ুসেনা কর্মী নিহত হয়েছিলেন৷ যদিও সেই সময় ভারতের কৃতিত্ব তাকে বড় করে দেখা হয়েছিল

ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘাতে এরপর কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল পাকিস্তান নাকি ভারতের ওই হেলিকপ্টারকে মিসাইল দিয়ে ধ্বংস করেছে কিন্তু ইসলামাবাদ সেই অভিযোগকে খারিজ করে দিয়েছিল, পাশাপাশি দাবি করেছিল ভারতের নিজস্ব মিসাইলে নাকি ওই কপ্টারটি ধ্বংস হয়ে গিয়েছে৷ তবে বালাকোট এয়ার স্ট্রাইকের আট মাস পর অবশেষে বায়ুসেনা বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল স্বীকার করলেন নিজেদের মিসাইলে ধ্বংস হয়েছে ওই কপ্টারটি৷

এমনকি এই দুর্ঘটনার জন্য নিজেদের বড় ভুল স্বীকার করে নিলেন তিনি৷ তিনি জানিয়েছেন ওই কপ্টারটি ভারতের সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল৷ নিজেদের ভুলে ওই কপ্টারটি কে শত্রু বিমান বলে ধরে নেওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটে৷ যদিও জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত অফিসারদের নাকি রেয়াত করা হবে না৷

সম্পর্কিত খবর