উদ্ধারকার্যে এগিয়ে ভারত, ৭৬৬ জন বিদেশী নাগরিককে এয়ার লিফট করল ভারতীয় বিমান

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আক্রান্ত দেশগুলো থেকে নিজের দেশের নাগরিকদের ভারতে (India) ফিরিয়ে আনছে মোদী (Narendra Modi) সরকার। শুধুমাত্র নিজেদের দেশের নাগরিক নয়, ভারতের সাথে বিদেশের নাগরিকদেরও ভারতের বিমান উদ্ধার করে নিয়ে আসছে।

narendra modi

সংকটকালীন এই সময়ে চীন (Chaina) থেকে ৭৬৬ জন বিদেশি নাগরিককে উদ্ধার করে নিয়ে আসে ভারতের বিমান। যার মধ্যে রয়েছে জাপানের (Japan) ১২৪ জন, ইরানের (Iran) ৩৬৬ জন এবং ইটালির (Italy) ২১৮ জন নাগরিক। বৈদেশিক নাগরিকদের তাঁদের দেশে ফিরিয়ে দিয়ে ফের একবার প্রশংসিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লীর কাছে নিজের দেশের নাগরিকদের ফির‍্যে আনার জন্য অনুরোধ করেছিল ইরান, ইতালির মতো দেশ। তাঁদের অনুরোধ রাখতে মোদী সরকার চীনে ভারতীয় বিমান পাঠিয়ে তাঁদের ফিরিয়ে নিয়ে আসে।

সম্প্রতি উহান থেকে ২৩ বাংলাদেশি ছাত্রকে তাঁদের দেশে ফিরিয়ে দিয়েছে ভারত। সেই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ”ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চীনের উহান প্রদেশে আটকে থাকা আমাদের ২৩ জন পড়ুয়াকে ভারতীয়দের সঙ্গে তাঁদের বিমানে করে উদ্ধার করার জন্যে ওনার প্রতি আমি কৃতজ্ঞ। এই জন্য ওনার অনেক ধন্যবাদ প্রাপ্য। ”

RTS2ZI2G

করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজের দেশের পাশাপাশি অন্য দেশের সাহায্যেও এগিয়ে আসে নরেন্দ্র মোদী। সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলি সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি জরুরিকালিন অবস্থার জন্য SARRC দেশগুলোকে একটি ফান্ড তৈরির কথা বলেন, যা প্রয়োজনে বিভিন্ন দেশ কাজে লাগাতে পারবে। এই ফান্ডে ভারতের পক্ষ থেকে ১কোটি মার্কিন ডলার দেওয়ার কথাও ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী।

 

Smita Hari

সম্পর্কিত খবর