হতাশ করল ভারতীয় তীরন্দাজরা, পদক না আসায় কার দোষ দেখছেন বিশেষজ্ঞরা?

প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতীয়রা তাঁদের তীরন্দাজদের (Indian Archers) কাছ থেকে পদকের প্রত্যাশা করেছিল। কিন্তু, প্রতিবারের মতো এবারও হতাশ হতে হল ভারতীয়দের। তীরন্দাজে ভারত কোনও পদক পায়নি ভারত। ধীরাজ বোম্মাদেবরা এবং অঙ্কিতা ভকত মিশ্র দলের ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে পৌঁছেছেন। তবে, লাভ কিছুই হয়নি। এই ফলাফলের পর প্রশ্ন উঠছে তীরন্দাজদের (Indian Archers) নিয়ে।

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক এবং অলিম্পিক গোল্ড কোয়েস্টের সিইও বীরেন রাসকিনহা ২ আগস্ট নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল যে ‘সরকার এবং ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য আটটি খেলা বেছে নিয়েছে। এর মধ্যে রয়েছে তীরন্দাজ, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, হকি, শুটিং, ওয়েট লিফটিং এবং তীরন্দাজী।’

   

(Indian Archers)

তীরন্দাজীই হল একমাত্র খেলা যেখানে ভারত (Indian Archers) এখনও অলিম্পিক্সে কোনও পদক জিততে পারেনি

তীরন্দাজীই হল একমাত্র খেলা যেখানে ভারত এখনও অলিম্পিক্সে কোনও পদক জিততে পারেনি। এই বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কথা বলতে গিয়ে আবার তিনি বলেন, ‘তীরন্দাজিতে দায়িত্ব ঠিক করা জরুরি।’ এছাড়াও, পেশাদার নিয়োগ করা উচিত। রাইফেল অ্যাসোসিয়েশনের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে তারা টোকিওর পরে এটি করেছে এবং ফলাফল সবাই দেখেছে। প্যারিসে ভারত এখন পর্যন্ত তিনটি পদক জিতেছে এবং তিনটিই এসেছে শুধুমাত্র শুটিংয়ে।

প্যারিস অলিম্পিকের ঠিক আগে তীরন্দাজদের কোচ নিয়ে বিতর্ক হয়েছিল। দক্ষিণ কোরিয়ার কোচকে প্যারিস অলিম্পিকে যেতে দেওয়া হয়নি। পূর্ণিমা মাহাতো ও সোনম শেরিং ভুটিয়াকে পাঠানো হয়েছে। কোচ হিসেবে চতুর্থবার অলিম্পিকে গেলেন পূর্ণিমা মাহাতো।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর