ভারতের হাতে এলো দুর্দান্ত ” ট্যাঙ্ক কিলার মিসাইল”, মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেবে শত্রুদের ট্যাঙ্ক

ভারতের (India) সামরিক ভাণ্ডার উন্নত করতে দীর্ঘ ছয় বছর ধরে তত্পর হয়েছে ভারত৷ পুলওয়ামার কাণ্ডের পর থেকেই ভারতীয় সেনাবাহিনীকে আরও উন্নততর করে তুলতে নামী দামি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তো অস্ত্রশস্ত্র ও মিসাইল বিদেশ থেকে ক্রয় করেছে ভারত৷ কয়েক দিন আগেই রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে৷ এ বার সেই তালিকায় যুক্ত হল অত্যাধুনিক অ্যান্টি ট্যাংক মিসাইল৷

   

ইজরায়েলি প্রযুক্তি দিয়ে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল৷ ভারতীয় সেনাদের হাতে এটি জিএম থাকার ফলে সীমান্তে যুদ্ধ শুরু হলে যে কোনও শত্রুপক্ষের ট্যাংক ধ্বংস করতে ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি ইউনিট গুলিকে আর কখনও বেগ পেতে হবে না৷ যদিও ইতিমধ্যেই 210 স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ভারতের হাতে এসে পৌঁছেছে৷ যেহেতু এটি দেশীয় প্রযুক্তির মানব চালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না হওয়া অবধি ভারতের হাতে থাকবে তাই নতুন করে শত্রুপক্ষ আক্রমণ করলেই ভারতীয় সেনাবাহিনীর আর কোনও দিক থেকেই অসুবিধে হবে না বলে জানাচ্ছে ভারতীয় সেনারা৷

যদিও আগামী বছরের মধ্যেই অ্যান্টি ট্যাংক মিসাইল ভারতের হাতে আসবে বলে জানিয়েছে ডিআরডিও কিন্তু সাময়িক ভাবে যুদ্ধ মোকাবিলা করতে স্পাইক মিসাইল বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ভারতীয় সেনারা৷ 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে যেভাবে ভারতকে পাকিস্তান বারবার যুদ্ধের হুমকি দিচ্ছে তাতে পাকিস্তানকে এক প্রকার কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে ভারত৷ বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর ক্ষেত্রেও উন্নততর হচ্ছে ভারত তাই এবার সেনাবাহিনীকে উন্নততর করে তুলতে ইসরায়েলের কাছ থেকেসাময়িক ভাবে এই অত্যাধুনিক মিসাইল কেনা হল৷

সম্পর্কিত খবর