বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সিকিমের সবথেকে চ্যালেঞ্জিং ভূখণ্ড এবং কঠোর আবহাওয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ATOR N1200 স্পেশালিস্ট মোবিলিটি ভেহিক্যাল (SMV) মোতায়েন করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তুষারাবৃত পর্বত থেকে রুক্ষ ভূখণ্ড পর্যন্ত, এই উচ্চ প্রযুক্তির যানটি কেবল সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাই বাড়াবে না, এর পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে একটি দুর্দান্ত নজিরও স্থাপন করবে।
শক্তি বাড়ল ভারতীয় সেনাবাহিনীর (Indian Army):
এই যানটি জল, বরফ, কাদা এবং বালির রয়েছে এমন ভূখণ্ডে সহজেই চলতে পারে। এর “অ্যামফিবিয়াস” ক্ষমতার অর্থ হল ATOR N1200 সহজেই যেকোনও ভূমি, জল, বরফাবৃত এলাকা এবং মরুভূমিতে উচ্চ গতিতে চলতে পারে। এই যানের উচ্চ গতিশীলতা এটিকে দুর্গম এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার জন্য উপযুক্ত করে তুলেছে। এই যানটি দেশীয় চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়। এমতাবস্থায়, এটি সিকিমের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।
Indian Army’s ATOR N1200 Specialist Mobility Vehicle ❄️ pic.twitter.com/jJJozmMbA1
— Defence Squad (@Defence_Squad_) December 30, 2024
LAC থেকে LOC পর্যন্ত থাকবে নজর: প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ৯৬ টি ATOR N1200 স্পেশালিস্ট মোবিলিটি ভেহিক্যাল পেয়েছে। চণ্ডীগড়ের একটি প্রতিরক্ষা সংস্থা ATOR-SMV-N1200 নামের এই যান ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ATOR N1200 স্পেশালিস্ট মোবিলিটি ভেহিক্যালসের জন্য ২৫০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: শারীরিক অবস্থার উন্নতি হতেই হাসপাতালে “বিশেষ গানে” নাচ জুড়লেন কাম্বলি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা
২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসেও এই যানগুলি দেখানো হয়। এই গাড়ি LAC থেকে LOC পর্যন্ত সেনাবাহিনীর (Indian Army) অপারেশনাল সক্ষমতা বাড়াবে। এর ফলে প্রতিটি স্থানে টহল দেওয়া সহজ হবে। এছাড়াও, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং দেশের অন্যান্য রাজ্যে প্রতি বছর ভূমিধসের মতো বিপর্যয় ঘটে। যার জন্য সেনাবাহিনী প্রায়শই ত্রাণ ও উদ্ধারের জন্য যায়। সেই কাজেও ATOR N1200 সেনাবাহিনীর এই কাজকে সহজ করে তুলবে। কর্দমাক্ত ও জলাভূমিতেও এই যান চলাচল করতে পারে।
আরও পড়ুন: বছরের শেষেও বাজিমাত ISRO-র! সফল উৎক্ষেপণ হল SPADEX মিশনের, ইতিহাস তৈরি করল ভারত
ATOR N1200-এর বৈশিষ্ট্য:
১. এই গাড়িতে ৯ জন বসতে পারেন।
২. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ইঞ্জিন মাইনাস ৪০ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম।
৩. ATOR N1200-র দৈর্ঘ্য প্রায় ৪ মিটার। এদিকে, এটি ২.৮৪৬ মিটার চওড়া।
৪. এই যানে বড় টায়ার রয়েছে এবং প্রতিটি টায়ারের উচ্চতা ১.৮ মিটার। এই গাড়ির গতি ঘণ্টায় ৪০ কিমি।
৫. এটি জলে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে চলতে পারে।
৬. গাড়িটির ওজন প্রায় ২,৪০০ কেজি। যার ১,২০০ কেজি লোড বহনের ক্ষমতা রয়েছে।
৭. এছাড়াও এই যান অতিরিক্ত ২,৩০০ কেজি ওজন টেনে নিয়ে যেতে পারে।
৮. এই গাড়িতে একটি ৯৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও আছে ২০০ লিটারের ক্যান। যেটির মাধ্যমে এই গাড়ি প্রায় আড়াই দিন চলতে পারে।