করোনা আতঙ্কের মধ্যেই পাকিস্তানি জঙ্গিদের ভারতে প্রবেশ, সংঘর্ষে মৃত ৫ জঙ্গি এবং শহিদ ৫ জওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ দেশবাসী যখন করোনা (COVID-19) আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে তখন কাশ্মীরের সীমান্ত রেখায় অনুপ্রবেশকারী ৫ আতঙ্কবাদীকে (Terrorist) ভারতীয় সেনাবাহিনী (Indian army) ধরাশায়ী করে দেয়। কাশ্মীরের সীমান্ত পেরিয়ে এরা গোপনে ভারতে প্রবেশ করে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। কিন্তু আতঙ্কবাদীদের সঙ্গে যুদ্ধে আত্মবলিদান দেন ভারতের ৫ সেনাও। প্রত্যেকবারের মতই আতঙ্কবাদীদের স্বপ্নকে ধূলিস্মাত করে দিল ভারতীয় জওয়ানরা।

featured image

একদিকে যখন করোনা ভাইরাসের উতপত্তিকারক হিসাবে চীনকে সবাই দোষারোপ করছে, তখন ভারতে আতঙ্কবাদ হামলা কিন্তু হয়েই যাচ্ছে। চীনের উহান ছাড়িয়ে করোনা ভাইরাস বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। এই রোগের মুক্তির উপায় খুঁজতে মরিয়া গবেষক থেকে শুরু করে চিকিৎসকরা। প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ইতিমধ্যেই সমগ্র বিশ্বে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষএরও বেশি মানুষ। ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৪৩৭৪ এবং মৃতের সংখ্যা ১২১ জন। এরই মধ্যে পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করে আতঙ্ক ছড়াতে উদ্দত হয়ছে।

সীমান্ত রেখায় আতঙ্কবাদীদের সঙ্গে সংঘর্ষের ফলে ৫ আতঙ্কবাদীকে হত্যা করতে পারলেও, শহিদ হন ৫ ভারতীয় সেনা। এই সেনারা হলেন, হিমাচল প্রদেশের সুবেদার সঞ্জীব কুমার, উত্তরাখণ্ডের হাবিলদার প্রেমেন্দ্র সিং এবং প্যারাট্রুপার অমিত কুমার, হিমাচলপ্রদেশের প্যারট্রুপার বালকৃষ্ণা এবং রাজস্থানের ছত্রপাল সিং। শ্রীনগরের এক সুরক্ষা প্রবর্তকের বক্তব্য অনুসারে, সেনাদের তিনজন জওয়ান কেরল ক্ষেত্রে আতঙ্কবাদীদের সঙ্গে যুদ্ধে বীরের মতো প্রাণ ত্যাগ করেন। ৩ রা এবং ৪ ঠা এপ্রিলের এই যুদ্ধে মোট ৫ জন সেনা এবং ৫ জন জঙ্গি নিহন হন। আতঙ্কবাদীরা সমসবরী রেঞ্জ থেকে ভারতীয় সীমানায় প্রবেশ করে এবং সেক্টরের এলাকায় এক আশ্রমে লুকিয়ে ছিল।

GettyImages 867468994 e1538805454476 696x409 1

সেনাদের প্রবক্তা কর্নেল রাজেশকালিয়া জানান, ‘বেশকিছু দিন ধরে তাঁদের ধারণা হচ্ছিল কিছু আতঙ্কবাদি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে পারে। এই বিষয়ের উপর জর দিয়ে তারা সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলেন’। ভারতীয় সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ৯ জন আতঙ্কবাদীকে হত্যা করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর