অভিনন্দনের উপর আক্রমণ করা পাক সেনাকে শেষ করলো ভারতীয় সেনা!

জম্মু ও কাশ্মীরের সাথে পাকিস্তানি সীমান্ত থেকে একটি বড় খবর আসছে। কাল সকালে পাকিস্তানের সেনাবাহিনী রাজৌরি নওশেরা সেক্টরে আক্রমণ করেছিল।  পাকিস্তানের সেনার মধ্যে তাদের সবথেকে এলিট ফোর্স এসএসজি কামান্ডোরাও ছিল। পাকিস্তান সিজ ফায়ারের উলঙ্ঘন করে ভারতের সীমান্তে আক্রমন করেছিল। পাকিস্তানের আক্রমনের ফলে ভারতের এক সৈনিক সন্দীপ থাপা বলিদানি হন। এরপর ভারতীয় সেনা একশন মুডে চলে আসে। ভারতীয় সেনা পাল্টা আক্রমণ করে এবং পাকিস্তানের একটা পোস্টকে উড়িয়ে দেওয়া হয়।

   

ভারতীয় সেনাবাহিনীর কার্যবাহীতে পাকিস্তানের ১২ জন সেনা খতম হয়েছে বলে খবর সামনে এসেছে। শুধু এই নয়, ভারতের কার্যবাহীতে পাকিস্তানের SSG কামান্ডো আহমেদ খানও মারা গেছে। আহমেদ খান সেই ব্যক্তি যে ভারতের উইং কামান্ডোরের উপর আক্রমন করেছিল। সুবেদার আহমেদ খান ছিলেন একজন পুরানো কমান্ডো যিনি পাকিস্তানি BAT টিমের বিশেষজ্ঞ ছিল। সীমান্তে অভিযান চালানোর জন্যেও আহমেদ খান এক্সপার্ট ছিল। ভারতীয় সেনা পাকিস্তানের এই বিশেষ কামান্ডোরকে খতম করে দিয়েছে।

https://twitter.com/airassault71/status/1162681196242821120?s=19

পুলবামা হামলার উপর ভারত পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল। এরপর পাকিস্তান তাদের এয়ার ক্র্যাফট ভারতে প্রবেশ করানো চেষ্টা করেছিল। উইং কামান্ডোর অভিনন্দন তার বিমান নিয়ে পাকিস্তানের এয়ার ক্র্যাফটকে তাড়িয়ে ছিল। এরপর দুর্ঘটনাবশত উনাট বিমান ক্র্যাশ হয়ে পাকিস্তানের দিকে চলে যায়। সেখানে পাকিস্তানের সেনা উনাকে গ্রেফতার করে অমানিবক ব্যাবহার করে। আর এই অমানবিক ব্যাবহারের মূলে ছিল আহমেদ খান। ভারতের সেনা আহমেদ খানকে খতম করেছে। জম্মু-কাশ্মীর থেকে ধারা 370 তুলে দেওয়ার পর থেকে ভারত-পাক উত্তেজনা আরো একবার তেজ ধরেছে। এখন ভারতীয় সেনা একশন মুডে রয়েছে। সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারত নিজের পরমাণু শক্তি ব্যাবহারের পলিসি পরিবর্তন করার উপর সিধান্ত নিতে পারে।

সম্পর্কিত খবর