কাঁপবে শত্রুরা! সন্ত্রাস দমনে রোবটকে হাতিয়ার ভারতীয় সেনাদের

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে এ বার যন্ত্র পরিচালিত রোবটকে ব্যবহার করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল তবে এ বার ভারতীয় সেনাদের শক্তিশালী করতে সেই রোবটই হাতিয়ার করল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তে শত্রুদের দিকে কড়া নজর রাখতে এবং গ্রেনেড হামলা থেকে রুখতে লড়াকু রোবট বাহিনীকে সীমান্তে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেহেতু গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীর সীমান্তে যে ভাবে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি অনুপ্রবেশের চেষ্টা করছে তাতে সন্ত্রাসের চিন্তা ভাবনা ভারতে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে আর তাই সুরক্ষা হিসেবে এবার রোবটকে হাতিয়ার করতে চাইছে ভারত।militarypentathlon technology 1280x720

জানা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রোবট সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি গাছেও উঠতে সক্ষম একই সঙ্গে গ্রেনেড হামলার সময় মুখোমুখিও হতে পারবে। তাই তো রোবটিকস ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সেনারা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হবে এই রোবট যেগুলি পঁচিশ বছর অবধি কর্মক্ষম থাকবে।

ঠিক ভারতীয় সেনাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই রোবট সিস্টেমের ভিতরে ডেটা ইনপুট করে তা প্রশিক্ষণের মতো কাজ করা হবে। আর এই রোবট গুঁড়িকে জম্মু কাশ্মীরের স্পর্শকাতর বিভিন্ন এলাকায় নিয়োগ করা হবে। একই সঙ্গে জঙ্গি দমনের জন্য বিপদ সঙ্কুল এলাকায় গিয়ে ছবি ও তথ্য জোগাড় করতেও সক্ষম হবে এই রোবট গুলি।

আসলে জঙ্গিরা যেভাবে তাঁদের যুদ্ধ কৌশল বদলাচ্ছে তাতে সীমান্তে গ্রাম শহরের সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ছে আর তাই প্রত্যন্ত এলাকায় নজরদারি চালানোর জন্য এই রোবটের উপরই আস্থা রাখছেন ভারতীয় সেনারা।

সম্পর্কিত খবর