আবারো কুলভূষণ ঘটনার পুনরাবৃত্তি, পাকিস্তানে আটক দুই ভারতীয়

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তান পুলিশ গুপ্তচর সন্দেহে এক সপ্তাহে দুই ভারতীয় কে গ্রেফতার করল। ওই দুই ভারতীয়র বিরুদ্ধে জাল পরিচয়পত্র রাখার অভিযোগ রয়েছে। পাকিস্তানের মৃত ওই ব্যক্তির নাম রাজু লক্ষণ ও পঞ্চম তিওয়ারি।

পুলিশ রাজু লক্ষণকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ৪০০ কিমি দূরে ডেরা গাজি খান এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ দাবি করে রাজুর কাছ থেকে জাল পরিচয় পত্র পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, রাজু নাকি গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করে। পুলিশ দাবি করে, রাজু কুলভুষণের মতই গোপনে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ থেকে ডেরা গাজি খান জেলায় ঢোকার চেষ্টা করছিলেন।রাজু তখনই পুলিশের হাতে ধরা পড়ে।

এ ঘটনার পরের দিনই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মমিনাবাদের গুজরানওয়ালা থেকে ফেডেরাল ইনভেস্টিকেশন এজেন্সি বা এফআইএ পঞ্চম তিওয়ারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

জানা গিয়েছে পঞ্চম তিওয়ারি নামে ওই ব্যক্তি পাকিস্তানের এক মহিলাকে বিবাহ করেন। ১০ বছর ধরে জাল নথি বানিয়ে পঞ্চম পাকিস্তানে বসবাস করত। ম্যারেজ সার্টিফিকেট থেকে পাসপোর্ট সব নথি জাল ছিল।

যদিও এ বিষয়ে মুখপাত্র রভীশ কুমার জানান,পাকিস্তান সরকারের তরফ থেকে ভারত সরকারের কাছে কোন তথ্য এলে ভারত সরকার প্রতিক্রিয়া দেবে।

সম্পর্কিত খবর