টোকিও অলিম্পিকে নাম সুনিশ্চিত করলেন আরো তিন ভারতীয় ক্রীড়াবিদ

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই টোকিও অলিম্পিকে নিজেদের নাম সুনিশ্চিত করে ভারতকে গর্বিত করেছেন সুতীর্থা মুখার্জি, ভবানী দেবীর মতো একাধিক ক্রীড়াবিদ। এবার সেই তালিকায় নিজেদের নাম সুনিশ্চিত করলেন করলেন আরো তিন ভারতীয় ক্রীড়াবিদ। এরা হলেন কুস্তিগীর সুমিত মালিক এবং রেয়ার অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহ। বুলগেরিয়ার সোফিয়াতে বিশ্ব অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে খেলতে নেমেছিলেন সুমিত। সেখানেই ১২৫ কেজি বিভাগের ফাইনালে পৌঁছানোর সাথে সাথেই অলিম্পিকে যোগ্যতা অর্জন করে ফেলেন তিনি। চতুর্থ ফ্রিষ্টাইল কুস্তিগীর হিসেবে এবার অলিম্পিকে জায়গা করে নিলেন সুমিত। এর আগে এই যোগ্যতা অর্জন করেছেন রবি দাহিয়া(৫৭ কেজি), বজরং পুনিয়া(৬৫ কেজি) এবং দীপক পুনিয়া (৮৬ কেজি)।

অন্যদিকে এশিয়া/ওসেনিয়া কন্টিনেন্টাল রেগাট্টায় পুরুষদের লাইট ওয়েট স্কালস বিভাগের অন্তিম রেসে দ্বিতীয় স্থান অর্জন করেন অর্জুন এবং অরবিন্দ। সেই সুবাদেই এবার টোকিও অলিম্পিকে ভারতীয় দলের সঙ্গী হলেন তাঁরা। সিঙ্গেলস বিভাগে চতুর্থস্থানে শেষ করে অলিম্পিকে যোগ্যতা অর্জন করার সুযোগ ছিল জাকার খানের সামনেও। কিন্তু রেগাট্টায় প্রতি দেশের মাত্র একটি করে স্থান থাকায় এবার অলিম্পিকে পৌঁছানোর স্বপ্ন সফল হলো না জাকারের।

   

ভালো ফল করার সুবাদে সেই স্থান পেলেন অর্জুন এবং অরবিন্দ। স্বাভাবিকভাবেই এখন এই সমস্ত ক্রীড়াবিদদের হাত ধরেই পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। অন্যদিকে যে কোন খেলোয়াড়ের কাছেই অলিম্পিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন। তাই অর্জুন-অরবিন্দ, সুমিত্রা ও চাইবেন নিজেদের সেরাটা টোকিওতে উজার করে দিতে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর