শচীন-সৌরভকে দূরে সরিয়ে একে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বললেন ভেঙ্কটেশ প্রসাদ

বাংলা হান্ট ডেস্কঃ নয়ের দশকে ভারতীয় দলের সেরা দু’জন অধিনায়ক হলেন মহম্মদ আজাহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলী। এই দুজনের কাঁধে ভর করে ভারতীয় ক্রিকেটে এসেছিল এক আমূল পরিবর্তন, এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। আর সেই সময় ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ।

   

1996 সালের বিশ্বকাপে ভেঙ্কটেশ প্রসাদের সেই স্পেল এখনও মনে আছে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর। সেই সময়কার পাক বিধ্বংসী ব্যাটসম্যান আমির সোহেলের সঙ্গে কথা কাটাকাটির পরের ওভারেই তার উইকেট ছিটকে দিয়েছিলেন তিনি। ভেঙ্কটেশ প্রসাদ ভারতের তিন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্দুলকার এবং সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে খেলেছেন। তাই এই তিন জনের অধিনায়কত্ব খুব সামনে থেকে দেখেছেন তিনি।

এই তিনজনের মধ্যে ভারতের সেরা অধিনায়ক কে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে কোন রকম রাখঢাক না করেই সরাসরি জবাব দিলেন ভেঙ্কটেশ প্রসাদ। ভেঙ্কটেশ প্রসাদের মতে এই তিনজনের মধ্যে সেরা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনই। তিনি বলেন, ” আমি চাইলে খুব সুকৌশলে উত্তর দিতে পারতাম। আমি বলতেই পারতাম তিনজন অধিনায়কই নিজের নিজের জায়গায় আলাদা। কিন্তু আমি তা করবো না। আমার কাছে সবচেয়ে পছন্দের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনই।” সেই সঙ্গে তিনি সচিন এবং সৌরভের অধিনায়কত্বের প্রশংসাও করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর