করোনার ‘at home test’ কিট বানাল ভারতীয় সংস্থা, দামও সাধ্যের মধ্যে,

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। লকডাউনের অবস্থা জারী করার পরও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় প্রবল সংকটের মুখোমুখী রয়েছে ভারত সরকার। ভারতে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। পরিস্থিতি মোকাবিলায় বেঙ্গালুরু-ভিত্তিক বায়োটেক স্টার্ট-আপ বায়োনি, করোনাভাইরাস রোগ কোভিড -১৯ এর জন্য দ্রুত “at home test” চালু করেছে।

corona 10

জানা যাচ্ছে, এর মাধ্যমে বাড়িতে বসেই আপনি টেস্ট করে নিতে পারবেন আপনি করোনা আক্রান্ত কিনা। ভারতে প্রথম এই জাতীয় কীট নিয়ে এল বায়োনি। যার দাম পড়বে ৩০০০ টাকারও নীচে।

পাশাপাশি, ভারত সরকার এক ধরনের অ্যাপ (App) চালু করলেন, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোন ব্যক্তির তথ্যই তৃতীয় কোন ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে।

 

সম্পর্কিত খবর