বিরাট কোহলিকে অশুভ দাবি করে ভারতের অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর জন্য সই সংগ্রহ করা শুরু হল।

এবার সরাসরি ভারত অধিনায়ক বিরাট কোহলি  (Virat Kohli) কে অশুভ বলা হল। বিরাট কোহলি যেন এবার থেকে আর কাউকে শুভেচ্ছা বার্তা পাঠান এই বিষয়ে জোর দাবি উঠল, কারণ মনে করা হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলি যাকেই শুভেচ্ছা বার্তা পাঠায় তাকেই হারতে হয়। যেমনটা হয়েছে এবারের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ফাইনালের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি, আর তারপরেই অস্ট্রেলিয়ার কাছে 85 রানে হারতে হয় ভারতকে।

যদিও বিরাট কোহলি ছাড়াও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে শচীন টেন্ডুলকার সহ ভারতবর্ষের আরো অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলকে, সেই তালিকায় ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার সত্ত্বেও ভারতের হারের অন্যতম কারণ হিসেবে বিরাট কোহলিকেই ধরা হচ্ছে। আর সেই কারণেই বিরাট কোহলির বিরুদ্ধে সই সংগ্রহ করা শুরু হয়েছে। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব বিরাট কোহলির বদলে রোহিত শৰ্মার হাতে তুলে দেওয়ারও দাবি উঠতে শুরু করেছে।

139024591b5abaead3bb4440283193c586964417f

চেঞ্জ ডট ওআরজি নামে একটি ওয়েবসাইট এই কাজ করছে। তারা বিরাট কোহলি কে অশুভ দাবি করে বিরাটের বিরুদ্ধে সই সংগ্রহ করতে শুরু করেছে। তারা দাবি করেছে কোহলি ভারতীয় দলের অধিনায়ক থাকলে ভারত কোনো দিনই আইসিসি ট্রফি জিততে পারবে না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর