বিয়েতে পণ নিলেই ছাড়তে হবে চাকরি! কুপ্রথা রুখতে অভিনব উদ্যোগ এই ভারতীয় কোম্পানির

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় বিবাহের ক্ষেত্রে একটি সামাজিক কুপ্রথা হলো পণপ্রথা। যার জেরে বহু নারীর জীবন নষ্ট হয়। সময়মত পণ না দিতে পারলে একাধিক ঘরোয়া হিংসার ঘটনা ঘটে। যদিও আইনত ভাবে পণগ্রহণ নিষিদ্ধ। কিন্তু তাও যৌতুকের নামে এখনও নানাভাবে চলে অত্যাচার।

এবার এই কুপ্রথা বন্ধ করতে বড় ভূমিকা নিল একটি ভারতীয় কোম্পানি। এই বছর ৪ মার্চ বিশ্ব মহিলা দিবস উপলক্ষে শারজায় অবস্থিত কোম্পানি এরিস অ্যান্ড কোং তাদের সমস্ত কর্মচারীদের উপর পণবিরোধী আইন লাগু করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, তাদের কোন কর্মচারী বিবাহের ক্ষেত্রে যৌতুক গ্রহণ করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কোম্পানি। এমনকি তাকে চাকরিও খোয়াতে হবে।

কোম্পানির সিইও মোহন রায় জানিয়েছেন, এরিস বিশ্বের প্রথম সংস্থা যারা এই কুপ্রথার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করল। কোম্পানির প্রত্যেক কর্মচারীর উপরে এই নীতি লাগু করা হয়েছে। নারী সুরক্ষার কথা মাথায় রেখেই কোম্পানির এই পদক্ষেপ। প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় গর্বিত সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬১ সালে তৈরি হয়েছিল পণপ্রথা বিরোধী আইন, কিন্তু আইন থাকলেও সম্পূর্ণভাবে তার সামাজিকীকরণ ঘটেনি। যার জেরে এখনও উঠে আসে নানান অত্যাচার এবং আত্মহত্যার ঘটনা। প্রায় ১৬ টি দেশ জুড়ে ছড়িয়ে আছে এরিসের শাখা। তাই তাদের মতো একটি বড় কোম্পানির এই পদক্ষেপ আগামীদিনের অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন কর্মকর্তারা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর