ব্রিটেনে থাকা ভারতীয় দম্পতি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করল মামলা দায়ের, PPE কিট নিয়ে পৌঁছাল আদালত

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় দম্পতি (Indian couple) হয়েও ব্রিটেন (United Kingdom) সরকারের বিরুদ্ধে পিপিই কিট (Ppe kit) নিয়ে কোর্টে মামলা দায়ের করল ডাঃ নিশান্ত জোশী এবং তাঁর স্ত্রী ডাঃ মিনাল ভিজ। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে গত এপ্রিলেই পিপিই-র ব্যবহার নিয়ে চিঠি লিখেছিলেন তারা। কিন্তু সঠিক উত্তর না মেলায়, গত বুধবার লন্ডনে হাইকোর্টের স্মরণাপন্ন হন তারা।

ভারতীয় দম্পতির অভিযোগ
এই ভারতীয় দম্পতির অভিযোগ এই মহামারিতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের স্বার্থ ভুলে গিয়ে দিন রাত এক করে মানুষের সেবা করে চলেছেন। কিন্তু তাঁদের সুরক্ষার বিষয়ে সরকার কেন ওয়াকিবহাল নয়। কেন তাঁদের নিরাপত্তা নিয়ে ভাবছে না সরকার। ডাউনিং স্ট্রিটের বাইরেও একবার প্রতিবাদে সামিল হয়েছিলেন ডাঃ মিনাল ভিজ।

new 555 5

প্রতিবাদে নামলেন ভারতীয় দম্পতি
আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ডাঃ মিনাল ভিজ একদিনের জন্যও রোগীদের সেবা করতে বাদ রাখেননি। অনবরত তারা তাঁদের চিকিৎসার কাজ করে চলেছেন। কিন্তু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে যখন সরকার কোন পদক্ষেপই নিচ্ছেন না, সেই সময় তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে না নেমে আর পারলেন না। এই প্রবাসী দম্পতি জানালেন, ‘আমরা কখনই এরকম করতে চাইনি। উল্টে করোনা প্রবাহের মধ্যে আমাদের একমাত্র লক্ষ্য ছিল, কী ভাবে মানুষের জীবন বাঁচিয়ে তোলা যায়। কিভাবে দেশটাকে আগের চেনা ছন্দে ফেরানো যায়।’

পিপিই বিভ্রাট
ভারতীয় দম্পতির দ্বারা দায়ের করা মামলার মূল বক্তব্য হল- পিপিই-র ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশিকা দিয়েছে, তাঁর সাথে ব্রিটিশ প্রশাসনের নির্দেশাবলীর পার্থক্য রয়েছে। পুরোদস্তুর পিপিই কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এমনকি সেগুলির পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের বিষয়েও জানানো আছে সেখানে। নিশান্ত-মিনাল অভিযোগ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ পিপিই-র সম্পর্কে স্বাস্থ্য ও সমাজকর্মীদের কিছুই জানানো হয়নি। উন্নতমানের এবং উপযুক্ত স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো না পেলে, তাঁদের চিকিৎসা করতেও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর