এই দেশ গুলোতে পৌঁছে গেল ভারতীয় করোনা ভ্যাকসিন, কিছুই পাবে না পাকিস্তান!

বাংলা হান্ট ডেস্কঃ ভারত প্রতিবেশী দেশ গুলোর সাথে বন্ধুত্ব ধর্ম পালন করে বুধবার থেকেই করোনার ভ্যাকসিন পাঠানো শুরু করে দিয়েছে। বুধবার ভুটান আর মালদ্বীপে ভারতীয় করোনার ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশে টিকা পৌঁছে যাওয়ার ছবি ট্যুইটারে শেয়ার করেছেন। উনি বলেন, ভারতীয় টিকা মালদ্বীপে পৌঁছে গিয়েছে, এটি আমাদের দৃঢ় বন্ধুত্বের সম্পর্কের নিদর্শন।

   

জয়শঙ্কর আরও একটি ট্যুইট করে লেখেন, ‘#VaccineMaitri শুরু। ভুটানে পৌঁছাল প্রথম খেপ। প্রতিবেশী প্রথম নীতির আরও একটি উদাহরণ।” এর আগে বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ট্যুইট করে বলেন, ‘ভারত প্রতিবেশী এবং সহযোগী দেশকে কোভিড এর টিকা পাঠানো শুরু করে দিয়েছে। প্রথম খেপ ভুটান আর মালদ্বীপের জন্য রওনা দিয়ে দিয়েছে।”

উল্লেখ্য, মঙ্গলবার বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, ভারত সহায়তা অনুদান অনুযায়ী ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, সেশেলস, শ্রীলঙ্কাকে করোনা টিকা পাঠাবে। সিরাম ইনস্টিটিউট দ্বারা তৈরি স্বদেশী কোভিড টিকা কোভ্যাকসিনের ১ লক্ষ ৫০ হাজার ডোজ ভুটানকে আর ১ লক্ষ ডোজ মালদ্বীপকে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটে বলেছিলেন যে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা প্রয়োজন মেটাতে ভারত একজন ‘বিশ্বস্ত’ অংশীদার হয়ে গর্বিত বোধ করছে এবং বুধবার থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে এবং আগামী দিনে আরও অনেক কিছু হবে।

উল্লেখ্য, ভারত বিশ্বের সবথেকে বড় টিকা নির্মাতাদের মধ্যে একটি। আর ভারতের থেকে করোনার ভ্যাকসিন কেনার জন্য অনেক দেশ লাইন লাগিয়েছে। কিন্তু ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এই সুবিধা পাবে না। কারণ তাঁরা এখনো টিকা নিয়ে ভারতের সাথে কোনও যোগাযোগ করেনি। ভারতের বিদেশ মন্ত্রালয় জানিয়েছিল যে, দেশের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আগামী সপ্তাহ, মাসে নিয়মমাফিক সহযোগী দেশ গুলোকে করোনার টিকা পাঠানো হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর