অস্ট্রেলিয়ায় TV বিতর্ক, BCCI-র চাপেই সূচী বদল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, আইনের দ্বারস্থ চ্যানেল সেভেন

বাংলা হান্ট ডেস্কঃ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে সিরিজ চলছে সেই সিরিজ সম্প্রচার করছে অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল ‘চ্যানেল সেভেন’। তবে এই সিরিজ সম্প্রচার নিয়ে অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে কয়েক দিন ধরেই মনমালিন্য চলছিল এই টিভি চ্যানেলের। এবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বনাম সেই দেশের টিভি চ্যানেলের লড়াইয়ে সরাসরি নাম জড়িয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ সম্প্রচারকারী টিভি চ্যানেলের দাবি, চলতি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূচী বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে। এর জন্য করোনা অতিমারী দায়ী নয়, শুধুমাত্র ভারতের ক্রিকেট বোর্ডের মন রাখতেই ক্রিকেট অস্ট্রেলিয়া চলতি সিরিজের সূচি বদল করেছে। এমনকি এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে টিভি চ্যানেলটি।

টিভি চ্যানেলটি আদালতে হলফনামা জমা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে গোপনে ই-মেল মারফত যেসমস্ত কথাবার্তা হয় সেগুলি দেখার জন্য আবেদন করেছেন। অর্থাৎ টিভি চ্যানেলটি এটাই প্রমান করতে চাইছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই সিরিজের সূচী বদল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

odi getty 1547201402 1

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার নিক হকলে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর করা এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘বন্ধু’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন “বন্ধু ভারতীয় ক্রিকেট বোর্ডের সাহায্যে আমরা গোটা বিশ্বকে একটা দারুন সিরিজ উপহার দিতে পারছি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর