ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন প্রাপ্তন এই ভারত অধিনায়ক।

অজিত ওয়াড়েকরের পর ভারতবর্ষের অন্যতম সফল অধিনায়ক হিসাবে ধরা হয় মহম্মদ আজহারউদ্দিনকে। বাইশ গজে যখন তার ব্যাট চলত তখন তিনি পরোয়া করতেন না অন্য কারোর। তার কব্জির মোচড় দেওয়া একের পর এক ক্রিকেটীয় শট মন জয় করে নিত ক্রিকেটপ্রেমীদের। কিন্তু হঠাৎই তার ক্রিকেট ক্যারিয়ারে অন্ধকার নেমে আসে। গড়াপেটার দায়ে নির্বাসিত হন মহম্মদ আজহারউদ্দিন। সেই কারণে তার ক্রিকেট জীবনের শততম টেস্ট ম্যাচটি আর খেলা হয় নি আজহারউদ্দিনের। আক্ষেপটা রয়ে গিয়েছে এখনো।

আজহারউদ্দিন ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন 2012 সালে। বর্তমানে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন প্রাপ্তন এই ভারত অধিনায়ক। তবে ফের ভারতীয় জাতীয় দলের সাথে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন মহম্মদ আজহারউদ্দিন।

205720020a7c2fda2218bffc4c852502e80dc00e401891a37b03cac638c7072688e4bb4d0

এক সাক্ষাৎকারে প্রাপ্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বললেন, “আমি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে রাজি, যদি আমাকে এই সুযোগ দেওয়া হয় তাহলে আমি দ্বিতীয় বার ভাববো না। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেব। ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে মহম্মদ আজহারউদ্দিন বলেন আমি যদি ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পায় তাহলে আলাদা করে আর কোন ব্যাটিং এবং ফিল্ডিং কোচ রাখার প্রয়োজন নেই। আমি একাই সামলে নিতে পারব এবং আমি ভারতীয় ক্রিকেট দলের কোচ হলে ভারতীয় দল আরো অনেক বেশি সুবিধা পাবে।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর