অস্ট্রেলিয়ার রেস্তোরাঁতে বসে গো-মাংস খাচ্ছে ভারতীয় প্লেয়াররা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিল

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল এই সময় অস্ট্রেলিয়ার সফরে আছে। সেখানে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তাঁরা। মেলবর্নের একটি রেস্তোরাঁয় টিম ইন্ডিয়ার কয়েকজন খেলোয়াড়ের খাবার নিয়ে চরম বিতর্ক ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা, শুভমন গিল, নবদীপ সৈনি, ঋষভ পন্থ আর পৃথ্বী শ-কে মেলবর্নে বর্ষবরণের দিনে একটি রেস্তোরাঁয় খেতে দেখা গিয়েছিল। বলা হচ্ছে যে রেস্তোঁরার ভিতরে যাওয়া সিএর বায়ো সিকিউরিটি প্রোটোকলের লঙ্ঘন।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় একটি বিল ভাইরাল হচ্ছে, যেটা নিয়ে ভারতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভের সন্মুখিন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ওই বিলটিকে টিম ইন্ডিয়ার প্লেয়ার্সদের বিল বলে দাবি করছে। বিলে লেখা আছে যে, তাঁরা গো-মাংস অর্ডার করেছিল। এর সাথে সাথে শুয়োরের মাংসের একটি ব্যাঞ্জনও অর্ডার করেছিল তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিল নিয়ে টিম ইন্ডিয়ার প্লেয়ার্সদের ট্রল করছে। আবার অনেকেই খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে। এর সাথে সাথে রেস্তোরাঁর ভিতরে খাবার খাওয়ার সময় ভিডিও ভাইরাল করা ট্যুইটার ইউজার ক্ষমাও চেয়েছে।

রোহিত ছাড়াও শুভমন গিল, ঋষভ পন্থ, নবদীপ সৈনি আর পৃথ্বী শ’র বিরুদ্ধে বায়ো সিকিওর প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয়েছে। এরপর প্লেয়ারদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এরপর BCCI বয়ান জারি করে অস্ট্রেলিয়ার মিডিয়া রিপোর্টকে ভুয়ো বলেছে। বিসিসিআই বলেছে ভারতীয় খেলোয়াড়রা কোনও প্রোটোকল ভাঙেনি। জানিয়ে রাখি, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে। এখনো পর্যন্ত দুটো দলই একটি করে ম্যাচ জিতে আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর