ভয়ে কাঁপবে শত্রুরা, সেনাকে আরও শক্তিশালী করতে ১ লাখ কোটির অস্ত্র কিনছে ভারত

বাংলা হান্ট ডেস্ক : দিন প্রতি দিন শক্তি বৃদ্ধি করছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। এবার চলতি মাসেই এক লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি (Defence Treaty) অনুমোদন করল প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, দেশীয় কোম্পানিগুলির সঙ্গে ৩০,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি অনুমোদিত হয়েছে, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৬,০০০ কোটি টাকার একটি চুক্তি করা হয়েছে।

এর আগে ১৭ মার্চ ৭০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি অনুমোদিত হয়েছিল। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে মেক ইন ইন্ডিয়াকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সংস্থাগুলির সঙ্গে ৩০ হাজার কোটি টাকারও বেশি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সেনাবাহিনীর জন্য অস্ত্র, সামুদ্রিক নৌযান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

কী কী কেনা হবে চুক্তিতে? ১১টি পরবর্তী প্রজন্মের টহল জাহাজ এবং ৬টি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র জাহাজ কেনার জন্য নৌবাহিনীর জন্য ১৯,৬০০ কোটি টাকার সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে। একই সময়ে, সেনাবাহিনী ৬০০০ কোটি টাকার আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের দুটি রেজিমেন্ট কেনার জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।

Indian Army,Defence Treaty,Bangla,Bangla News,Bangla Khabor,Bengali News,Bengali Khabor,India,Defence Equipment

প্রতিরক্ষা মন্ত্রক ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে ১৭০০ কোটি টাকার ১৩টি লিউনাক্স-ইউটু ফায়ার কন্ট্রোল সিস্টেমের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ১১টি টহল জাহাজ নির্মাণের চুক্তি দেওয়া হয়েছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড এবং গার্ডেন রিচ শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতাকে। এই চুক্তিটি ৯,৭৮১ কোটি টাকায় করা হয়েছে।

এর মধ্যে সাতটি জিএসএল দ্বারা তৈরি করা হবে এবং চারটি জিআরএসি দ্বারা করা হবে এবং এগুলি সম্পূর্ণরূপে দেশীয় জাহাজ হবে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে তাদের সরবরাহ শুরু হবে। এই প্রতিরক্ষা চুক্তিতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তিও রয়েছে। ভারতের এই বিশেষ প্রস্তুতির পরে ভারতের সঙ্গে লড়তে শত্রু দেশগুলিকে সীমান্তে নিজেদের আরও জোরদার করতে হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর