ক্ষুব্ধ বিরাট জানালেন এইরকম ফিল্ডিং করলে কখনই ম্যাচ জেতা সম্ভব নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে হারতে হয়েছে ভারতকে। বড় রান টার্গেট দেওয়ার পরও হারতে হয়েছে ভারতকে। আর এই হারের এর জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলি দায়ী করেছেন দলের ফিল্ডিং কে। কারণ এইদিন অত্যন্ত দুর্বল ফিল্ডিং হয়েছে ভারতের। এইদিন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে হেটমায়ারের একটি দুরন্ত ক্যাচ ধরেছেন বিরাট কোহলি কিন্তু তিনি ভালো ফিল্ডিং করলেও ভারতীয় দলের অন্যান্য ফিল্ডাররা একেবারেই হতাশ করেছে। কারণ শুরুতে সিমন্সের কাজ ছেড়ে দিয়েছে ওয়াশিংটন সুন্দর ঠিক সেই ওভারেই ঋষভ পন্থ মিস করেছেন লুইসের ক্যাচ। যার ফলে ম্যাচের চেহারা পুরোপুরি বদলে গিয়েছে।

এইদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিরাট কোহলি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা খুব ভালো বোলিং করেছেন। আমাদের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করছেন কিন্তু দুর্বল ফিল্ডিংয়ের জন্য ম্যাচ হারতে হল। বিরাট বলেন এই ভাবে ক্যাচ মিস করলে যতই রান করা হোক না কেন ম্যাচ জেতা সম্ভব নয়।

6m0vr3p8 india west indies

বিরাট বলেন প্রত্যেক ম্যাচেই আমাদের খারাপ ফিল্ডিং হচ্ছে। এই ম্যাচে একই ওভারে পরপর দুটি ক্যাচ মিস হয়েছে। যদি সেই ওভারে ক্যাচ দুটি হয়ে যেত তাহলে সেই সময় ম্যাচের চেহারা অনেকটা বদলে যেত। বিরাটের কথায় এইরকম খারাপ ফিল্ডিং করলে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয়। তাই আমাদের আরও বেশি সাহসী হয়ে ফিল্ডিং করতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর