টাইমলাইনফুটবলখেলা

লক্ষ্য অনেক বড়! এই বছরই ছ’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করে এএফসি এশিয়ান কাপ এর যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় পর্যায়ে খেলা নিশ্চিত করে ফেলেছে ভারতীয় ফুটবল দল। আগামী বছর চীনে হতে চলা এই টুর্নামেন্টের মূলপর্বে খেলাই এখন পাখির চোখ করে এগোচ্ছে সুনীল ছেত্রীরা।

crockex

হেড কোচ ইগোর স্টিমাচ এই ভারতীয় দলকে নিয়ে আরও অনেক বেশি স্বপ্ন দেখছেন। আর সেই কারণে অনুশীলনে তিনি কোন প্রকার খামতি রাখতে নারাজ। আগস্ট মাসে কলকাতায় ভারতীয় ফুটবল দলের আবাসিক শিবির চলবে। আর সেই সঙ্গে নিজেদের অনুশীলনকে ঝালিয়ে নিতে সেপ্টম্বর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে ছ’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই ভারতীয় ফুটবল দল।

এএফসি এশিয়ান কাপ এর যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় পর্যায়ের ম্যাচ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। সেই কারণে মাঝের এই সময়টা সঠিক ভাবে কাজে লাগাতে চাই ভারতের ফুটবল দল। আর তাই ছ’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই ভারতীয় ফুটবল দল। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে কাদের বিরুদ্ধে খেলতে চলেছে সুনীল ছেত্রী, প্রীতম কোটলরা।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker